Wednesday, March 26, 2025
বাড়িখেলাএক দিনের ক্রিকেটে নতুন জার্সি পরে নামবে ভারত।

এক দিনের ক্রিকেটে নতুন জার্সি পরে নামবে ভারত।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৬ ফেব্রুয়ারি : এক দিনের ক্রিকেটে নতুন জার্সি পরে নামবে ভারত। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকেই সেই জার্সি পরে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ম্যাচের আগে সেই জার্সি প্রকাশ্যে এনেছে বোর্ড। দলের বিভিন্ন ক্রিকেটারকে সেই জার্সি পরে ‘পো‌জ়’ দিতে দেখা গিয়েছে।

নাগপুরে বৃহস্পতিবার শুরু এক দিনের সিরিজ়। তার আগে সমাজমাধ্যমে একটি পোস্টে বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ এবং বরুণ চক্রবর্তীকে নতুন জার্সিতে দেখা গিয়েছে।

নতুন জার্সিতে মূল রং নীল রাখা হলেও কাঁধের কাছে রয়েছে বিশেষ নকশা। ভারতের জাতীয় পতাকার তিনটি রংই সেখানে রয়েছে। সঙ্গে সাদা ‘স্ট্রাইপ’ দেওয়া। নতুন জার্সি পরে বেশ উজ্জীবিত দেখিয়েছে কোহলিদের। সমর্থকদের মধ্যেও এই জার্সি প্রশংসিত হয়েছে।

তবে ভারতের মহিলা দল ইতিমধ্যেই এই জার্সি পরে খেলে ফেলেছে। আয়ারল্যান্ড সিরিজ়ে স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরেরা এই জার্সি পরেই খেলেছিলেন। পুরুষ দল প্রথম বার এই জার্সি পরবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোহলিদের এই জার্সি পরে দেখা যাবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হবে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে। রবিবার দ্বিতীয় ম্যাচ কটকের বরাবাটি স্টেডিয়ামে। বুধবার তৃতীয় ম্যাচ অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য