Tuesday, March 18, 2025
বাড়িখেলাচ্যাম্পিয়ন্স ট্রফিতেও অধিনায়কত্ব যাচ্ছে রোহিতের?

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অধিনায়কত্ব যাচ্ছে রোহিতের?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৩ জানুয়ারিঃ বহু জলঘোলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে আইসিসি। ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। একযুগ পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু ডামাডোল এখন ভারতে। রোহিত শর্মা কি অধিনায়ক থাকবেন? সূত্রের খবর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভারতীয় দল ঘোষণা হতে পারে। তখনই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।

জানা যাচ্ছে, ১২ জানুয়ারির মধ্যে প্রত্যেকটি দেশকে টুর্নামেন্টের স্কোয়াড জানাতে হবে। সেই সূত্রে খবর, ভারতের চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে ১১ জানুয়ারি। ৮ বছর পর প্রত্যাবর্তন ঘটতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি। ফাইনাল ৯ মার্চ। ভারতের ম্যাচ হবে দুবাইয়ে।
কারা সুযোগ পাবেন ভারতীয় দলে? সেই সঙ্গে আরেকটি প্রশ্নও ঘুরছে। ভারতের অধিনায়ক কে হবেন? বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে নেতৃত্ব দিচ্ছেন না রোহিত। তাঁকে বাদ দেওয়া হল নাকি ‘বিশ্রাম’ নিলেন, সেই নিয়ে চলছে তুমুল জল্পনা। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে টিম ইন্ডিয়া। রোহিতের ব্যাটে রান নেই, নেতৃত্বও দিশাহীন। এমনকী, সিরিজ শেষে টেস্ট থেকে অবসর নিতে পারেন হিটম্যান।
সেখানে উঠে আসছে আরেকটা প্রশ্ন। রোহিত কি ওয়ানডে-তেও নেতৃত্বে থাকবেন? সূত্রের খবর, বিসিসিআই এখন থেকেই নতুন অধিনায়ক খোঁজা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে নাম উঠে আসছে হার্দিক পাণ্ডিয়ার নাম। ভারতের অলরাউন্ডারের ‘চাপ সামলানো’র দক্ষতার জন্যই তাঁকে এগিয়ে রাখা হচ্ছে বলে খবর। সেটা কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখা যাবে? তার উত্তর সময়ই দেবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য