স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ ডিসেম্বরঃ প্রতিবছরের মত ১৮ সূর্যমনি নগর মন্ডলের উদ্যোগে আগামী এক জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কমল কাপ মেগা ক্রিকেটর আসর। এ নিয়ে এই আসর পঞ্চম বর্ষে পা রাখল।
এই আসর অনুষ্ঠিত হবে আমতলী স্কুল মাঠে। মোট ৬৪ টি দল এ বছর অংশগ্রহণ করবে এই আসরে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল জানান ১০ ডিসেম্বর থেকে শুরু হবে এন্ট্রি নেওয়ার পর্ব। এন্ট্রি নেওয়া যাবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এন্ট্রি ফি ৪ হাজার টাকা।
এই আসরে খেলার জন্য বাংলাদেশী ক্রিকেটারদের কোনো জায়গা দেওয়া হবে না। গত বছরের মত ট্রফি সহ আকর্ষণীয় পুরস্কার থাকছে।