Saturday, December 7, 2024
বাড়িখেলাভিনিসিউকে বর্ণবাদী গালি দিয়ে মাঠে এক বছর নিষিদ্ধ একজন

ভিনিসিউকে বর্ণবাদী গালি দিয়ে মাঠে এক বছর নিষিদ্ধ একজন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ নভেম্বর:   রেয়াল মাদ্রিদ শুক্রবার বিবৃতিতে জানায়, টিনএজার ওই দর্শক নিজের ভুল স্বীকার করেছেন, লিখিত দিয়ে ক্ষমাপ্রার্থনা করেছেন এবং প্রসিকিউটর অফিসের দেওয়া সাজা মেনে নিয়েছেন।তার জরিমানার পরিমাণ খোলাসা করা হয়নি আনুষ্ঠানিকভাবে। তাকে ৪০ ঘণ্টা সামাজিক শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়।

লা লিগার ম্যাচে গত ১৮ ফেব্রুয়ারি রায়ো ভাইয়েকানোর মাঠে ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে ওই দর্শককে চিহ্নিত করা হয়েছিল। ‘মাইনর’ হওয়ার তার সঙ্গে কোর্টের বাইরেই ফয়সালা করে নেওয়া হয়।রেয়াল মাদ্রিদ বিবৃতিতে জানায়, তাদের ফুটবলারের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে গত জুন থেকে এ পর্যন্ত চার জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।স্পেনের বিভিন্ন মাঠে বারবার বর্ণবাদের শিকার হওয়া ও সামগ্রিকভাবেই বর্ণবাদ দিয়ে ভিনিসিউস সোচ্চার অনেক দিন ধরেই।

 গত বছর লা লিগার ম্যাচে ভিনিসিউসকেই বর্ণবাদী গালি দিয়ে গত জুনে চার ভালেন্সিয়া সমর্থকের আট মাসের জেল হয়। ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণের দায়েই গত সেপ্টেম্বরে রেয়াল মায়োর্কার এক সমর্থককে ১২ মাসের স্থগিত দণ্ড দেওয়া হয়। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে গত মাসে স্পেনের পুলিশ আটক করে আটজনকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য