স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ নভেম্বর: সৌদি প্রো লিগে শুক্রবার ঘরের মাঠে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্র। দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো।ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো।৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত সোমবার কাতারের ক্লাব আল গারাফার মাঠে আল নাস্রের ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো।সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের স্বাদ পেল আল নাস্র। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা।১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।