স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ নভেম্বর: গত রোববার কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করার পর নতুন কোচ দ্রুতই নিয়োগ দিল লেস্টার সিটি। বিবৃতিতে শুক্রবার ক্লাবটি জানায়, ফন নিস্টলরয়ের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত।নেদারল্যান্ডস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড গত জুলাইয়ে তার স্মৃতিময় ক্লাবে ফেরেন এরিক টেন হাগের কোচিং স্টাফের অংশ হয়ে। টানা বাজে পারফরম্যান্সের পথ ধরে গত মাসে ছাঁটাই করা হয় টেন হাগকে। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান ফন নিস্টলরয়। তার কোচিংয়ে চার ম্যাচের তিনটিতে জেতে ইউনাইটেড, ড্র করে বাকি ম্যাচটি।
ইউনাইটেড পরে প্রধান কোচের দায়িত্বে আনে পর্তুগিজ কোচ হুবেন আমুরিকে। ফন নিস্টলরয় এরপর বেশ কবারই প্রকাশ্যে বলেন, যে কোনো ভূমিকায় ইউনাইটেডে থেকে যেতে চান তিনি। তবে স্পোর্তিং লিসনবন থেকে আমুরি তার সাপোর্ট স্টাফের সবাইকে নিয়ে আসায় সপ্তাহ দুয়েক আগে ইউনাইটেড ছাড়তে হয় ফন নিস্টলরয়কে।মজার ব্যাপার হলো, ফন নিস্টলরয় ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকার সময় ইউনাইটেড দুই ম্যাচে বিধ্বস্ত করে লেস্টার সিটিকে। এই ক্লাবের দায়িত্ব নিয়ে এখন উচ্ছ্বসিত ৪৮ বছর বয়সী ডাচ গ্রেট।
“আমি গর্বিত ও রোমাঞ্চিত। লেস্টার সিটি ফুটবল ক্লাব নিয়ে যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই খুব উৎসাহ দিয়েছে। এই ক্লাবে কাজ করা মানুষগুলোর মান ও ক্লাবের সমর্থকদের নিয়ে দারুণ সব গল্প আছে এবং অবশ্যই ক্লাবের সাম্প্রতিক অতীতও দারুণ।”সাম্প্রতিক অতীত বলতে, ২০১৫-১৬ মৌসুমে রূপকথার মতো সাফল্যে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে তারা। তবে সেই সাফল্য ধরে রাখা যায়নি। ২০২৩ সালে তো অবনমনও হয়ে যায় তাদের। এই মৌসুমে আবার তারা ফিরে আসে শীর্ষ লিগে। তবে সময়টা তাদের ভালো কাটছে না। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে আছে তারা।
বাজে পারফরম্যান্সের কারণেই কোচ কুপারকে বরখাস্ত করে ক্লাবটি। গত জুনে দায়িত্ব পেয়ে মাত্র ১৫৭ দিন ছিলেন তিনি এই ক্লাবে। চেলসির কাছে ২-১ গোলের হারের পর তাকে বিদায় করে দেয় ক্লাব। এই দলকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ এখন ফন নিস্টলরয়ের।ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব বাদ দিলে মূল প্রধান কোচ হিসেবে নিস্টলরয়ের দ্বিতীয় দায়িত্ব এটি। ২০২২-২৩ মৌসুমে পিএসভি আইন্দহোভেনের দায়িত্বে ছিলেন তিনি। সেবার ডাচ কাপ জিতেছিল তার ক্লাব ।