Saturday, January 25, 2025
বাড়িখেলা‘খুব প্রয়োজনীয় জয়, উরুগুয়ে সঠিক পথে আছে’

‘খুব প্রয়োজনীয় জয়, উরুগুয়ে সঠিক পথে আছে’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ নভেম্বর:   হুট করে খেই হারিয়ে ফেলা উরুগুয়ে পেয়েছে জয়ের দেখা। রোমাঞ্চকর লড়াইয়ে কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে উঠে এসেছে দুই নম্বরে। মাঝে কঠিন সময় কাটলেও অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা মনে করছেন সঠিক পথেই আছে উরুগুয়ে।শনিবার সকালে ৩-২ গোলে জিতেছে উরুগুয়ে।হুয়ান কিনতেরোর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। দাভিনসন সানচেসের আত্মঘাতী গোলে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফেরে সমতা।

৩০ বছর বয়সে অভিষেকে গোল করে উরুগুয়েকে এগিয়ে নেন রদ্রিগো আগিরে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সমতা ফেরান আন্দ্রেস গোমেস। একাদশ মিনিটে গোল করে বাছাইয়ে চলতি বছরে উরুগুয়েকে নিজেদের প্রথম জয় এনে দেন মানুয়েল উগার্তে।ব্রাজিল, আর্জেন্টিনার পর বলিভিয়ার বিপক্ষে প্রত‍্যাশিত জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের শুরুটা ছিল দুর্দান্ত। কিন্তু এরপর যেন কিছুটা এলোমেলো হয়ে পড়ে দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। প‍্যারাগুয়ে, ভেনেজুয়েলা ও একুয়েডরের সঙ্গে ড্র করা দলটি হেরে যায় পেরুর কাছে।

এর মাঝেই দেশটির ইতিহাসের সফলতম স্ট্রাইকার লুইস সুয়ারেস নানা অভিযোগ আনেন বিয়েলসার বিরুদ্ধে। অভিজ্ঞ এই কোচ মনে করেন জাতীয় দলকে ঘিরে যে গুমোট আবহ ছিল সেটা কেটে যাবে এমন জয়ে।“আজকের মতো এই ধরনের জয়ের অনুভূতি এতো তীব্র যে, এগুলো উরুগুয়ে জাতীয় দল সংশ্লিষ্ট সব পক্ষের জন‍্য নিরাময়ের মতো।”“আবার জয় পাওয়া অপরিহার্য ছিল। এটা যেভাবেই হোক, যা আসলে খুবই রোমাঞ্চকর ছিল, জয় পাওয়াটা খুব জরুরি ছিল। আমরা সঠিক পথেই আছি।”আধ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এগিয়ে যায় কলম্বিয়া। কাছের পোস্ট ঘেঁষে দুর্দান্ত ফ্রি কিকে জালের দেখা পান কিনতেরো।

বিরতির পর তিন মিনিটের মধ‍্যে দুই গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ৫৭তম মিনিটে কলম্বিয়া ডিফেন্ডার দাভিনসনের ক্রস জড়ায় নিজেদেরই জালে।এক সময় লিভারপুলে খেলা আগিরে চমৎকার ফিনিশিংয়ে এগিয়ে নেন দলকে। অভিষেকে গোলের আনন্দ শোনা গেল কণ্ঠে।“আমি খুবই খুশি। গোল করতে কেমন লাগে আর এই ধরনের ম‍্যাচ খেলতে কেমন লাগে, এটা থেকে এখনও আমি বের হয়ে আসতে পারিনি। আমি খুবই খুশি, আমার এটা বিশ্বাস হচ্ছে না।”নাটকীয় জয় এনে দেওয়া ম‍্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার উগার্তে আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম পেলেন জালের দেখা। তার গোলে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে উরুগুয়ে। ২২ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা।উরুগুয়েকে হারিয়ে আর্জেন্টিনার পাশে বসার সুযোগ ছিল কলম্বিয়ার। সেই সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ কোচ নেস্তর লরেন্সো।

“এটা ছিল সমানে-সমান, হাড্ডাহাড্ডি এক লড়াই। আমরা ভালো খেলেছি এবং আধিপত‍্য করতে পেরেছি। তবে কিছু ক্ষেত্রে আমরা বল হারিয়েছি, যার চড়া মাশুল দিতে হয়েছে।”“যেভাবে গোলগুলো হজম করেছি, তাতে হতাশা আর অপরাধবোধ হতেই পারে। তবে এরপর দল ঘুরে দাঁড়িয়েছে, সমতা ফিরিয়েছে। আর শেষটায় যা হয়েছে, এভাবে হেরে যাওয়া হতাশাজনক।”১৯ পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে পিছিয়ে তিন নম্বরে আছে কলম্বিয়া।এদিনই আরেক ম‍্যাচে গোলশূন‍্য ড্র করে বিশ্বকাপে খেলার পথ আরও কঠিন করে তুলেছে পেরু ও চিলি।৬ পয়েন্ট নিয়ে তলানিতে আছে চিলি। ১ পয়েন্ট বেশি নিয়ে নবম পেরু। ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সরাসরি খেলবে ছয়টি দল।আগামী মঙ্গলবার ব্রাজিলের মুখোমুখি হবে উরুগুয়ে। সেদিন একুয়েডরের বিপক্ষে খেলবে গত কোপা আমেরিকার রানার্সআপ কলম্বিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য