Tuesday, December 3, 2024
বাড়িখেলারোনালদো এখন জয়ের চূড়ায়

রোনালদো এখন জয়ের চূড়ায়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ নভেম্বর:   উয়েফা নেশন্স লিগের ম্যাচে শুক্রবার পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে পর্তুগাল। এই জয় দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড এককভাবে নিজের করে নেন রোনালদো।পর্তুগালের জার্সিতে রোনালদোর জয় এখন ১৩২টি। ছাড়িয়ে গেলেন তিনি দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সের্হিও রামোসকে। স্পেনের হয়ে ২০২১ সালে সবশেষ মাঠে নামা ডিফেন্ডারের ক্যারিয়ার থেমেছে ১৩১ জয় নিয়ে।১২১ জয় নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন রোনালদোর আরেক রেয়াল মাদ্রিদ সতীর্থ ইকের কাসিয়াস।পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭২তম মিনিটে পেনাল্টিতে ‘পানেনকা’ শটে গোল করেন তিনি।পরে ৮৭তম মিনিটে দৃষ্টিনন্দন বাইসাইকেল কিকে বল জালে পাঠান আবার।

জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিও এখন রোনালদোর। বয়স ৩৯ পূর্ণ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে গোল করে ফেললেন তিনি ৭টি।সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোলের রেকর্ড তো আগে থেকেই তার। ২১৭ ম্যাচ খেলে তার গোল হলো এখন ১৩৫টি।এই দুই গোলে চলতি নেশন্স লিগের ‘এ’ লিগে ৫ গোল নিয়ে সবার ওপরে এখন রোনালদোই। ‘বি’ লিগে ৫ গোল করেছেন স্লোভেনিয়ার বেনইয়ামিন শেশকো।তার এই রেকর্ডময় পথচলায় একটি বিরতি পড়তে পরের ম্যাচে। কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলায় সোমবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন কোচ রবের্তো মার্তিনেস।চলতি মৌসুমে ক্লাবের হয়েও ভালো ফর্মে আছেন রোনালদো। আল না্‌সরের হয়ে ১৫ ম্যাচে গোল করেছেন ১০টি, সহায়তা করেছেন তিন গোলে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য