Saturday, December 7, 2024
বাড়িখেলাদুর্দান্ত রোনালদো, গোল উৎসবে কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল

দুর্দান্ত রোনালদো, গোল উৎসবে কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ নভেম্বর:   পোর্তোয় শুক্রবার রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। তাদের অন্য তিন গোলদাতা রাফায়েল লেয়াও, ব্রুনো ফের্নান্দেস ও পেদ্রো নেতো।পুরো ম্যাচে বল দখলে আধিপত্য করলেও, প্রথমার্ধে আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি পর্তুগিজরা। পরে তারাই জ্বলে ওঠে দুর্দান্তভাবে। গোলের জন্য মোট ১৯টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পারে তারা এবং এর সবগুলোই দ্বিতীয়ার্ধে। আর ১১ শটের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে পোল্যান্ড।এই দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়নও হয়ে গেছে পর্তুগাল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৩।দিনের আরেক ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে ক্রোয়েশিয়া। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ক্রোয়াটরা।

পরের দুটি স্থানে পোল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান ৪ করে।শেষ আটের আশা বাঁচিয়ে রাখার অভিযানে নামা পোলিশরা ম্যাচের প্রথম সুযোগটি পায়। তবে, দ্বাদশ মিনিটে সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন বার্তোশ।দুই মিনিট পর তাদের রক্ষণে পাল্টা ভীতি ছড়ায় পর্তুগাল। তারাও অবশ্য পারেনি গোলরক্ষককে পরীক্ষায় ফেলতে; পেদ্রো নেতোর দূরের পোস্টে বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে প্রয়োজনীয় টোকাটাই দিতে পারেননি ফের্নান্দেস।৩৮তম মিনিটে বেঁচে যায় পর্তুগাল; বক্সের বাইরে থেকে ফরোয়ার্ড ক্রিসথফ পিয়নতেকের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।বিরতির আগে লেয়াওয়ের ক্রস ছয় বক্সে পেয়ে ভলি লক্ষ্যে রাখতে পারেননি রোনালদো। প্রতিপক্ষের বাধায় ঠিকমতো শট নিতে পারেননি অভিযোগে পেনাল্টির দাবি করেন তিনি, কিন্তু রেফারির সাড়া মেলেনি। উল্টো উত্তেজিত প্রতিক্রিয়া দেখিয়ে হলুদ কার্ড দেখেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে টানা পোল্যান্ডের রক্ষণে চাপ ধরে রাখে পর্তুগাল। কিন্তু লক্ষ্যে শটই রাখতে পারছিল না তারা। ৫৬তম মিনিটে বরং প্রতি-আক্রমণে উঠে এগিয়ে যেতে পারত পোল্যান্ড, তবে দমিনিকের শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক দিয়োগো কস্তা।প্রতিপক্ষের ওই কর্নার রুখে দিয়ে পাল্টা আক্রমণ শাণায় এবং লক্ষ্যে প্রথম প্রচেষ্টা রেখে এগিয়ে যায় প্রথম আসরের চ্যাম্পিয়নরা। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের ক্রস ছয় গজ বক্সে পেয়ে হেডে গোলটি করেন লেয়াও।৭০তম মিনিটে পোলিশদের বক্সে তাদের ডিফেন্ডার ইয়াকুব কিভিওরের হাতে বল লাগলে পেনাল্টি পায় পর্তুগাল।

সফল স্পট কিকে দলকে জয়ের পথে এগিয়ে নেন রোনালদো।তৃতীয় গোলের জন্য অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি সাবেক ইউরো চ্যাম্পিয়নদের। ৮০তম মিনিটে দূর থেকে বুলেট গতির শটে স্কোরলাইনে নাম লেখান ফের্নান্দেস। তিন মিনিট পর রোনালদোর পাস থেকে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-০ করেন নেতো।নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে চমৎকার গোলটি করেন রোনালদো। ভিতিনিয়ার ক্রস দূরের পোস্টে পেয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে বাইসাইকেল শটে ঠিকানা খুঁজে নেন আল নাস্‌র তারকা।এবারের নেশন্স লিগে পঞ্চম এবং জাতীয় দলের হয়ে ১৩৫তম গোল করলেন তিনি। পেশাদার ফুটবলে পাঁচবারের ব্যালন দ’র জয়ীর মোট গোল হলো রেকর্ড ৯১০টি।শেষ রাউন্ডে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য