Friday, December 6, 2024
বাড়িখেলাচোটের ধাক্কা নেইমারকে আরও দৃঢ় করে তুলবে, বিশ্বাস ব্রাজিল কোচের

চোটের ধাক্কা নেইমারকে আরও দৃঢ় করে তুলবে, বিশ্বাস ব্রাজিল কোচের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ নভেম্বর:  গুরুতর চোটে এক বছরের বেশি সময় বাইরে থাকার পর কদিন আগে আল হিলালের হয়ে মাঠে ফেরেন নেইমার। তবে বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ডে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের দলে তাকে রাখেননি দরিভাল। কোচ তখন বলেছিলেন, আরও সময় দিতে চান তিনি চোটপ্রবণ ফরোয়ার্ডকে।কিন্তু আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই আবার হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন নেইমার। এই দফায় তাকে বাইরে থাকতে হবে চার থেকে ছয় সপ্তাহ।

এই সময়ে ব্রাজিলের ম্যাচ আর নেই। দরিভালের তাই দুর্ভাবনার কারণ নেই। তার অবশ্য কোনো তাড়াহুড়োও নেই। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ বললেন, দেশের সফলতম স্কোরারকে আরও পোক্ত হয়ে ফিরে পাওয়ার অপেক্ষায় তারা।“নেইমারের ফেরা… এটা পর্যায়ক্রমে হচ্ছে। এই ধরনের পরিস্থিতির ভেতর দিয়ে যাওয়া কখনোই সহজ নয়। এসব তাকে আরও শক্তিশালী ও দৃঢ় করবে। কেউ চায় না এমন হোক। কিন্তু হয়ে গেছে। আমাদের সবার ভরসা আছে তার ওপর এবং তার দ্রুত ফেরার জন্য প্রার্থনা করছি।”সব ঠিক থাকলে, আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে ব্রাজিলের হয়ে আবার দেখা যাবে নেইমারকে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সময় শুক্রবার ভোর রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। চোটের কারণে ছিটকে পড়া রদ্রিগোর বদলে এই ম্যাচে তার ক্লাব সতীর্থ ভিনিসিউস জুনিয়র খেলবেন বলে নিশ্চিত করেছেন দরিভাল। ঘাড়ের সমস্যায় আগের রাউন্ডের ম্যাচ দুটিতে খেলতে পারেননি ভিনিসিউস।রদ্রিগো ছাড়াও আরও বেশ কিছু চোট-সমস্যা আছে ব্রাজিলের। বড় ধাক্কা খেয়েছে তারা ডিফেন্ডার এদের মিলিতাও আবার এসিএলের চোটের পড়ে লম্বা সময়ের জন্য বাইরে ছিটকে পড়ায়। দল সাজাতেই এখন হিমশিম অবস্থা কোচের।

“সত্যি বলতে, সাম্প্রতিক সময়ে খুব জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হচ্ছে আমাদের। দুর্ভাগ্যজনকভাবে, একের পর এক চোট… এখন আবার মিলিতাও চোটে পড়ল…।”ভেনেজুয়েলার বিপক্ষে এই ম্যাচের পর আগামী মঙ্গলবার উরুগুয়ের বিপক্ষে লড়বে ব্রাজিল। বাছাইয়ের এই দুই দলেরই সমান ১৬ পয়েন্ট এখন। তবে গোল ব্যবধানে তিনে উরুগুয়ে, চারে ব্রাজিল। ভেনেজুয়েলা আটে আছে ১১ পয়েন্ট নিয়ে।২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা, ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য