Thursday, November 21, 2024
বাড়িখেলাপ্যারাগুয়ের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি ‘নিষিদ্ধ’, তবু মেসির জার্সি দেখার অপেক্ষায় স্কালোনি

প্যারাগুয়ের গ্যালারিতে আর্জেন্টিনার জার্সি ‘নিষিদ্ধ’, তবু মেসির জার্সি দেখার অপেক্ষায় স্কালোনি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ নভেম্বর:  বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের আসুনসিওনে মুখোমুখি হবে এই দুই দল।প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপক ফের্নান্দো ভিয়াসবোয়া ম্যাচের আগে স্থানীয় দর্শকদের সতর্ক করে দেন যে, জার্সি গায়ে মাঠে এলে সেটা শুধু প্যারাগুয়ের জার্সি হতে হবে। আর্জেন্টিনার বা কোনো আর্জেন্টাইন ক্লাব কিংবা অন্য দেশের ফুটবলারের নাম সংযুক্ত ক্লাবের জার্সি পরিহিত কাউকে মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না।“আমাদের দলের জার্সি ছাড়া অন্য কোনো শার্ট পরে ঢোকার অনুমতি আমরা দেব না। মেসির সঙ্গে কোনো সমস্যা নেই। সব ফুটবলারের ক্যারিয়ারকে সম্মান করি আমরা। কিন্তু এখানে মূল ব্যাপারটি হলো, ঘরের মাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেন, জার্সির ব্যাপারটিতে তার কোনো এখতিয়ার নেই। তবে মেসির এই ম্যাচে স্বরূপে দেখতে চান না তিনি।“জার্সি নিষিদ্ধ করা নিয়ে আমার কিছু করার নেই। এটা নিয়ে কোনো ধারণাই নেই আমার। আমার ধারণা, সম্ভাব্য সংঘর্ষের মাত্রা কমানোর জন্য এটা করা হতে পারে।”“মেসি কালকে আমাদের প্রতিপক্ষ। পেরুর বিপক্ষে পরের ম্যাচের জন্য তাকে শুভ কামনা জানাই যে, জীবনের সেরা ম্যাচটি খেলুক, কিন্তু কালকে নয়।”

তবে আর্জেন্টিনা ছাপিয়েও দুনিয়াজুড়ে লিওনেল মেসির যে আবেদন, সেটির প্রভাব এই ম্যাচেও গ্যালারিতে ফুটে উঠবে বলে মনে করেন আর্জেন্টিনার কোচ স্কালোনি।“যৌক্তিকভাবে চিন্তা করলে প্যারাগুয়ের সমর্থকরা তাদের ফুটবলারদের জন্য নিজেদের জাতীয় দলের জার্সিই পরতে চাইবে। তবে লিও তো এসবের চেয়েও শক্তিশালী এবং অবশ্যই সেখানে (গ্যালারিতে) আর্জেন্টিনার জার্সি থাকবেই।”“এর মানে এই নয় যে তারা প্যারাগুয়েকে সমর্থন করেন না। তবে ফুটবলের লোকেরা যখন লিওকে স্বীকৃতি দেয়, এটা খেলাটির জন্যই ভালো। কেবল জার্সি গায়ে চাপালেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে যায় না।”২২ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে স্কালোনি-মেসির আর্জেন্টিনা। তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে কলম্বিয়া। প্যারাগুয়ে ছয়ে আছে ১৩ পয়েন্ট নিয়ে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য