Thursday, November 21, 2024
বাড়িখেলাটেনিস কোর্টে ফুটবলের ঝলক দেখাতে পারলেন না ফোরলান

টেনিস কোর্টে ফুটবলের ঝলক দেখাতে পারলেন না ফোরলান

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ নভেম্বর:  উরুগুয়ের ওপেনের দ্বৈতে বুধবার আর্জেন্টিনার ফেদেরিকো কোরির সঙ্গে জুটি গড়ে খেলতে নেমে হেরে গেছেন ফোরলান। তাদেরকে ৬-১, ৬-২ গেমে হারিয়েছে বলিভিয়ার বরিস আরিয়াস ও ফেদেরিকো সেবায়োস জুটি।২০১৮ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর থেকে ফুটবলে কোচিং করানোর পাশাপাশি টেনিসে নতুন অধ্যায় শুরু করেছেন ফোরলান। নিজ দেশে ৪০টির বেশি টুর্নামেন্টে খেলে ফেলেছেন তিনি।

 বড় টুর্নামেন্টে তার অভিষেক হলো উরুগুয়ে ওপেনের এই ম্যাচ দিয়ে। কিন্তু শুরুটা ভালো হলো না ৪৫ বছর বয়সী তারকার।ম্যাচ হারলেও আনন্দের কমতি নেই ফোরলানের। “যথেষ্ট উপভোগ করেছি আমি। জানতাম যে, ম্যাচটি আমাদের জন্য কঠিন হয়ে ওঠার সুযোগ অনেক বেশি। আদতেও সহজ হয়নি। তবে এখানে খেলার মতো অভিজ্ঞতা আমার ছিল না। তার পরও আমি খুশি।”উরুগুয়ের সর্বকালের সেরা ফুটবলারদের একজন ফোরলান। দেশের হয়ে খেলেছেন ১১২ ম্যাচ। তার সেরা সময় এসেছে ২০১০ বিশ্বকাপে।

সেবার গোল্ডেন বল জয় করেন তিনি, যৌথভাবে সেরা গোল স্কোরারও ছিলেন। পাশাপাশি টুর্নামেন্টের সেরা গোলের পুরস্কার পান। পরের বছর বড় অবদান রাখেন উরুগুয়ের কোপা আমেরিকা জয়ে।ক্লাব ফুটবলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, আতলেতিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগ। ২০ বছরের বেশি পেশাদার ক্যারিয়ারে খেলেছেন ইন্টার মিলান, ভিয়ারেয়ালেও। ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন তিনি দুই দফায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য