Friday, December 6, 2024
বাড়িখেলাএকাদশে এক পরিবর্তন নিয়ে ভেনেজুয়েলার সামনে ব্রাজিল

একাদশে এক পরিবর্তন নিয়ে ভেনেজুয়েলার সামনে ব্রাজিল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ নভেম্বর:  বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সময় শুক্রবার ভোর রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচের জন্য আগের দিন একাদশ ঘোষণা করেছেন দলটির কোচ দরিভাল জুনিয়র।ঘাড়ের সমস্যার কারণে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে পারেননি ভিনিসিউস। রেয়াল মাদ্রিদ তারকাকে এবার দলে ফিরিয়েছে ব্রাজিল। অনুমিতভাবেই তাকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন দরিভাল।

রেয়ালের হয়ে খেলার সময় বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন রদ্রিগো। এতে জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে গাব্রিয়েল মার্তিনেল্লিকে দলে ডেকেছে ব্রাজিল।পেরুকে ৪-০ গোলে হারানো ম্যাচের একাদশে থাকা খেলোয়াড়দের ওপরই ভরসা রাখছেন দরিভাল। অভিজ্ঞ এই কোচ বলেছেন, আগের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করা একাদশের আরেকটি সুযোগ প্রাপ্য।

“আগের ম্যাচে যে দল শুরু করেছিল, সেই দলকেই রাখা হয়েছে, স্রেফ রদ্রিগোর জায়গায় ভিনিসিউসকে নেওয়া হয়েছে। আগের ম্যাচের পুনরাবৃত্তির ভাবনা আগে থেকেই ছিল আমার। এটা নিয়ে কোনো সংশয় ছিল না। তাদের সবার ওপর নির্ভর করছি, তারা খুবই ভালো খেলোয়াড় তাদের সম্মান ও সুযোগ প্রাপ্য।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য