স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ নভেম্বর : জল্পনা শেষ হল না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনা জিইয়ে রাখলেন কোচ গৌতম গম্ভীর। তবে তিনি জানিয়ে দিয়েছেন যে, রোহিত না খেললে তাঁর বদলে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা।
অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে গম্ভীর বলেন, “বুমরা দলের সহ-অধিনায়ক। যদি রোহিত না খেলতে পারে তা হলে পার্থে ও-ই দলকে নেতৃত্ব দেবে।” অবশ্য রোহিত প্রথম টেস্টে খেলতে পারবেন কি না সে বিষয়ে কিছু খোলসা করেননি ভারতের কোচ। তিনি জানিয়েছেন, সিরিজ় শুরু হওয়ার আগে জানা যাবে যে রোহিত প্রথম টেস্টে খেলবেন কি না।
প্রথমে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচটি রোহিত খেলবেন না বলে শোনা গিয়েছিল। রোহিত নিজেও জানিয়েছিলেন, তিনি ওই ম্যাচের জন্য অনিশ্চিত। শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের সময়ই তাঁর সন্তানের জন্ম হতে পারে। সেই সময় স্ত্রীর পাশে থাকার জন্যই সম্ভবত প্রথম টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবারের বৈঠকের পর রোহিত প্রথম ম্যাচ থেকেই খেলতে চান বলে শোনা গিয়েছিল। সেই সঙ্গে জানা গিয়েছিল, অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার জন্য ১০ নভেম্বর ভারতীয় দলের অনেকে রওনা দেবেন। সেই দলের সঙ্গেই রোহিত অস্ট্রেলিয়া যেতে পারেন।
রবিবার এবং সোমবার ভারতীয় দলের ভাগে ভাগে অস্ট্রেলিয়া যাওয়ার কথা। রবিবার কয়েক জন ক্রিকেটার রওনা হয়ে গিয়েছেন। বাকিরা সোমবার রওনা হবেন। রোহিত দলের সঙ্গে যাবেন না বলেই জানা গিয়েছে। বোর্ডের এক কর্তা বলেন, “রোহিত এখনই অস্ট্রেলিয়া যাচ্ছে না। তবে প্রথম টেস্ট খেলবে না এমন নয়। ও পরের সপ্তাহে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারে।”