স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ নভেম্বর: রেয়াল সোসিয়েদাদের মাঠে রোববার ম্যাচের ত্রয়োদশ মিনিটে জালে বল পাঠান বার্সেলোনার লেভানদোভস্কি। ভিএআর দেখেও শুরুতে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। তবে গভীরভাবে দেখায় ফুটে ওঠে, লেভানদোভস্কির বুটের সামনের সামান্য অংশ অফসাইডে ছিল। স্রেফ মিলিমিটারের ব্যাপার সেটি। গোলটি আর দেওয়া হয়নি।পরে প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় সোসিয়েদাদ। শেষ পর্যন্ত সেই গোলই তাদেরকে এনে দেয় দারুণ এক জয়।ম্যাচের পর রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায় ফ্লিককে। রেফারি তখন স্রেফ হাসি দিয়ে জবাব দেন।রেফারির সঙ্গে কী কথা হলো, সেটি পরে সংবাদমাধ্যমকে জানান বার্সেলোনা কোচ।
“তার সঙ্গে কথা বলেছি লেভানদোভস্কির বাতিল হওয়া গোলটি নিয়ে। গোলটি না দিয়ে তারা ভুল করেছেন। ছবি দেখেছি আমি এবং গোলটি বৈধ ছিল। এই গোল না দেওয়া মানে স্রেফ পাগলামো। পরিষ্কার গোল এটি এবং গোলটি যদি ধরা হতো, আমাদের জন্য ম্যাচটি ভিন্ন হতে পারত।”“তবে আমাদের এটি মেনে নিতেই হবে। কারণ আমরা সবাই মানুষ এবং ভুল সবাই করি। আজকেরটি ছিল বড় ভুল।”
রেফারির ভুল দেখলেও প্রতিপক্ষ যে শ্রেয়তর ছিল, সেটায় কোনো ভুল দেখেন না ফ্লিক। বরং মাঠে নিজেদের ভুলের কথাও বললেন বার্সেলোনা কোচ।“আজকে দিনটি আমাদের ছিল না। ফলাফল আমাদের মেনে নিতেই হবে, কারণ তারা কার্যকর ফুটবল খেলেছে। এটা পরিষ্কার, এখানে কোনো ভুল নেই। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি।”“শুরুটা ভালো করেছিলাম আমরা। তখন খুশিই ছিলাম আমি। তবে পরে আমরা খেই হারাই এবং ওরা গোল করে। আমরা কিছু ভুল সিদ্ধান্তও নিয়েছি মাঠে। তবে এটাকে সঙ্গী করেই এগিয়ে যেতে হবে।”
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়ের পর এই ম্যাচে হারের স্বাদ পেল বার্সেলোনা। এর চেয়েও বড় ব্যাপার ছিল তাদের গোল করতে না পারা।ফ্লিকের কোচিংয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলা বার্সেলোনা এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে গোল করেছিল ৫৫টি। মৌসুমে এই প্রথমবার গোল করতে পারল না কাতালানরা। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার, গোটা ম্যাচে একটি শটও তারা রাখতে পারেনি লক্ষ্যে!বিভিন্ন খেলার তথ্য-পরিসংখ্যানের হিসাব রাখা সংস্থা অপ্টার মতে, ১০ মৌসুমের মধ্যে প্রথমবার লা লিগায় কোনো ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারল না বার্সেলোনা।ফ্লিক এখানেও নিজেদের খামতি মেনে নিলেন অকপটে।
“পরাজয়ের দায় আমাদেরই। আমরা আরও ভালো খেলতে পারতাম, ভালো খেলাই উচিত ছিল। যেভাবে আমরা বল নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলাম, তা আমরা পারিনি এবং এজন্য ভুগতে হয়েছে। আগের ম্যাচগুলিতে আমরা যেভাবে খেলেছি, তা ছিল দুর্দান্ত এবং এখনও পর্যন্ত এই মৌসুমে দল যা করেছে, সেটির প্রশংসা করি আমি।”“আজকে আমরা শেষ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করেছি, ঐক্যবদ্ধ ছিলাম এবং দলকে সেটা বলেছি। তবে আজকে আরও ভালো ফল আদায় করার মতো যথেষ্ট ভালো আমরা খেলতে পারিনি।”
চোটের কারণে লামিনে ইয়ামালকে এ দিন পায়নি বার্সেলোনা। খেলায় সেটির প্রভাব ফুটে উঠেছে স্পষ্ট। আপাতত আন্তর্জাতিক বিরতি থাকায় খুব একটা ভুগতে হবে না ক্লাবকে। তবে বিরতির পরই তাকে পাওয়া যাবে কি না, নিশ্চিত করতে পারলেন না কোচ।“ইয়ামালের মতো একজনের অভাব যে কোনো দলই অনুভব করবে। এখনও পর্যন্ত আমরা জানি না, আন্তর্জাতিক বিরতির পরপরই তাকে পাব কি না। অপেক্ষা করতে হবে আমাদেরকে।”