স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ নভেম্বর: সেরি আ-তে রোববার বোলোনিয়ার কাছে রোমার ৩-২ গোলে পরাজয়ের পর কোচকে বিদায় করে দেওয়ার কথা জানায় রোমা।চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার কোচ ছাঁটাই করল ইতালিয়ান ক্লাবটি।লিগে পাঁচ ম্যাচের মধ্যে রোমার চতুর্থ হার এটি। ১২ ম্যাচের স্রেফ তিনটিতে জিতে পয়েন্ট তালিকায় তারা আছে দ্বাদশ স্থানে।
দানিয়েলে দে রস্সিকে বরখাস্ত করার পর গত ১৮ সেপ্টেম্বর দায়িত্বে আনা হয় ইউরিচকে। ক্রোয়েশিয়ার সাবেক এই মিডফিল্ডার ছিলেন আট মাসের মধ্যে রোমার তৃতীয় কোচ।দায়িত্ব পাওয়ার পর লিগে টানা দুটি জয় দিয়ে তিনি শুরু করেন। পাশাপাশি ইউরোপা লিগে আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ড্র করে রোমা।তবে সেই মধুচন্দ্রিমা শেষ হয়ে যায় দ্রুতই। লিগে পরের ছয় ম্যাচের কেবল একটি জিততে পারে দলটি।
বিদায় বেলায় অবশ্য ইউরিচের প্রতি কৃতজ্ঞতা জানাল রোমা। নতুন কোচের ব্যাপারে জানাল তারা বিবৃতিতে“ইভানকে আমরা ধন্যবাদ জানাতে চাই গত কয়েক সপ্তাহে তার কঠোর পরিশ্রমের জন্য। কঠিন একটি পরিস্থিতি সে সামাল দিয়েছে সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে এবং এজন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ।”“নতুন কোচের অনুসন্ধান এর মধ্যেই শুরু হয়ে গেছে এবং সামনের কয়েক দিনেই ঘোষণা আসবে।”