স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ নভেম্বর: গত ২৭ অক্টোবর লা লিগায় বার্সেলোনার কাছে নিজেদের মাঠে ৪-০ গোলে পরাজয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠেই এসি মিলানের কাছে ৩-১ গোলে হেরেছে রেয়াল মাদ্রিদ।বার্সেলোনা তবু এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে। কিন্তু ইতালিয়ান লিগে এখন মিলান আছে সাত নম্বরে। সেই দলের কাছেও পাত্তা পায়নি রেয়াল।ম্যাচের পর রেয়াল মাদ্রিদ কোচ অকপটেই বললেন, তার দল এখন খুব ভালো অবস্থায় নেই।“দুর্ভাবনায় পড়তেই হচ্ছে আমাদেরকে, কারণ দল ভালো খেলছে না। দল এই মুহূর্তে খুব গোছানো নয়। আরও আঁটসাঁট হতে হবে, আরও গোছাতে হবে… অনেক গোল হজম করছি আমরা। দল এই মুহূর্তে খুব গোছানো নয়, এসব নিয়ে কাজ করতে হবে আমাদের।”
“এই মুহূর্তে যে অবস্থা দলের, সেখানেই মনোযোগ দিতে হবে। দল আপাতত সেরা অবস্থায় নেই। নিজেদের মান ফিরে পেতে হবে আমাদের, যাতে সব প্রতিযোগিতায় লড়াই করতে পারি।”কোচ দলকে যথেষ্ট উজ্জীবিত করতে পারছেন কি না বা ফুটবলারদের তাড়না কতটা, এমন প্রশ্ন উঠছে। তবে আনচেলত্তি এসবে সমস্যা দেখছেন না।“অনুপ্রেরণার ঘাটতি বা মানসিকতার সমস্যা এটি নয়। এটা সম্মিলিত ব্যর্থতা, যা দ্রুত ঠিক করতে হবে আমাদের। ধৈর্য ধরা বা না ধরার ব্যাপার এটি নয়। মাঠে কিছু একটা ঠিকঠাক হচ্ছে না এবং নিজেদের সেরা রূপ আমরা দেখাতে পারছি না। এসব অবশ্যই ঠিক করতে হবে।”
অনেক আশা যাকে নিয়ে, সেই কিলিয়ান এমবাপে তো এখনও পর্যন্ত অনেকটাই নিষ্প্রভ। এই ম্যাচে দুয়ো শুনতে হয়েছে তাকে। দুয়ো দেওয়া হয়েছে অহেলিয়া চুয়েমেনিকেও। এছাড়াও ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যামরা নেই সেরা চেহারায়।আনচেলত্তি অবশ্য আক্রমণভাগকে দায় ততটা দিচ্ছেন না। তিনি আঙুল তুলছেন দলের রক্ষণভাগ নিয়ে। বার্সেলোনা ও মিলানের কাছে মোট সাত গোল হজমের কাছে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয়ের ম্যাচেও দুটি গোল হয়েছিল তাদের জালে। কোচের মতে, বড় গলদ হচ্ছে রক্ষণেই।
“অনেক সুযোগ আমরা পেয়েছি। তবে আমার মতে, সমস্যা সেখানে নয়। (আক্রমণে) আমরা আরও নিখুঁত হতে পারি বটে, তবে মূল সমস্যা হলো, আমাদের প্রতিপক্ষ কতটা সহজেই সুযোগ তৈরি করতে পারছে। তিন ম্যাচে ৯ গোল হজম করেছি আমরা। যে দলের বড় শক্তি রক্ষণে দৃঢ়তা, তাদের জন্য এটা খুবই বাজে ব্যাপার।”“আপাতত আমরা রক্ষণে সুদৃঢ় হতে পারছি না। বলব না যে ফুটবলাররা আলসে। তবে এই মুহূর্তে কার্যকরভাবে একতাবদ্ধ হয়ে খেলতে পারছি না আমরা।”তারকায় ঠাসা ড্রেসিং রুমে কোনো অস্বস্তির হাওয়া বইছে কি না, এমন কৌতূহল অনেকের জাগছে রেয়ালের পারফরম্যান্স দেখে। সেই গুঞ্জনও উড়িয়ে দিলেন কোচ।
“ড্রেসিং রুমের পরিবেশ ঠিক আছে। অনেক কিছু নিয়েই সমালোচনা হতে পারে, আমাদের মানসিকতা, অনুশীলন…আগেও এরকম হয়েছে, লোকে অনেক কিছু বলেছে। আমরা ভালো খেলছি না। দল খুব ভালোভাবেই এগোচ্ছিল। হঠাৎ করেই খুব দ্রুত পতন হলো। তবে ফুটবলে এমন হতেই পারে।”চারপাশ থেকে ধেয়ে আশা সমালোচনা মেনে নিতে আপত্তি নেই আনচেলত্তির। তার দাবি, ফুটবলাররাও এসব উপলবব্ধি করতে পারছেন। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচ তাই ঘুরে দাঁড়ানোর বিশ্বাসও পাচ্ছেন।
“সমালোচনাগুলোকে গ্রহণ করতে হবে আমাদের, বাস্তবতা মেনে নিতে হবে। আরও ভালো হয়ে উঠতেই হবে আমাদের, এভাবেই মৌসুমের শেষ পর্যন্ত যাওয়া যাবে না। রক্ষণে আরও ভালো করতে হবে। সমাধান খুঁজতে হবে আমাদের, তবে পাগল হয়ে সব বদলে ফেলা যাবে না। আবারও বলছি, মূল ব্যাপার হলো, রক্ষণে ভালো করতে হবে আমাদের।”“এটা ভালো ব্যাপার যে, ফুটবলাররাও আমার মতোই হতাশ। আমরা কেবল এখন এটাই ভাবতে পারি যে, কীভাবে উন্নতি করতে পারি। আমরা আত্মবিশ্বাসী যে, দল উন্নতি করবে।”