Friday, December 6, 2024
বাড়িখেলাবিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনায় অনেক প্রশ্ন শুনতে হয় মেসিকে

বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনায় অনেক প্রশ্ন শুনতে হয় মেসিকে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ নভেম্বর: ফুটবলবিশ্বের পরিচিত মুখ সংবাদিক ফাব্রিসিও রোমানোর সঙ্গে ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য সাক্ষাৎকারে মেসি বলেন, আপাতত ইন্টার মায়ামির হয়ে বছরের শেষটা ভালো করে এরপর নতুন বছরে তাকিয়ে আছেন তিনি।“আমি সত্যিই জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। আমাকে অনেক প্রশ্ন করা হয় এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত আমার চাওয়া বছরটা ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটা প্রাক-মৌসুম কাটিয়ে নতুন বছর শুরু করা। গত বছর এটা (প্রাক-মৌসুম) পারিনি, কারণ অনেক সময় ছিল আমাদের।”

“এরপর সেখান থেকে আমি দেখব, কেমন করছি এবং কেমন লাগছে। আমরা কাছাকাছি আছি, তবে পাশাপাশি এটাও সত্যি, অনেক সময় এখনও বাকি এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত বেশি দূরে না তাকিয়ে প্রতিটি দিনে থাকতে চাই।”

আপাতত তার ভাবনাজুড়ে ইন্টার মায়ামিই আছে। ইউরোপের ক্লাব ফুটবলে সম্ভাব্য সব কিছু জিতে, কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতে এবং বছরের পর বছর ধরে ফুটবলবিশ্ব মাতিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে এসেছেন আর্জেন্টিনার মহানায়ক। তবে তার মতো একজনকেও নতুন আঙিনায় নতুন করে মানিয়ে নিতে হয়েছে।“এই সময়, পারিপার্শ্বিকতা ও বয়সের কারণে খেলার ধরন বদলেছি আমি। সবকিছুতে একটু করে মানিয়ে নিচ্ছি। নিজেকে পুনরাবিষ্কার করছি আমি এবং এই লিগে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমার জন্য যা নতুন। তবে শুরু থেকেই এখানে খুব স্বস্তি অনুভব করেছি।”

২০২৩ সালে মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে ১৪তম হয়ে প্লে অফে জায়গা পায়নি ইন্টার মায়ামি। মেসি আসার পর সেই ক্লাব জিতেছে লিগস কাপ, ক্লাবের যা প্রথম ট্রফি সেটি। এই মৌসুমে মেজর লিগ সকারে পয়েন্টের রেকর্ড গড়ে তারা জিতেছে সাপোর্টার্স শিল্ড। এখন প্লে অফে খেলছে তারা এমএলএস কাপের জন্য।আটবার ব্যালন দ’র জয় করা তারকা বললেন, এমএলএস কাপ জিতে মরিয়া তিনি ও ক্লাবের সবাই।

“একটা ক্লাব গড়ে তুলতে শিরোপার প্রয়োজন পড়ে। বাজে একটা বছর (২০২৩) কাটিয়ে এসেছে এই ক্লাব এবং আমি আসার কিছুদিন পর লিগস কাপ জিতেছি আমরা, ক্লাবের প্রথম ট্রফি সেটি।”“আমাদের জন্য এটা ছিল অসাধারণ এবং এখন আমরা এখন মুখিয়ে আছি এই প্লেঅফ ম্য্যাচগুলি খেলতে এবং এমএলএস কাপ জিততে। ব্যক্তিগতভাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্লাবের জন্য জিততে চাই, যে ক্লাব এত কিছু করেছে এটার জন্য।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য