স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে কিউয়ি দলের প্রথম ইনিংস ২৫৯ রানে গুটিয়ে যায়। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি। এবং ভালো শুরু করেও লাঞ্চের পর তাদের ইনিংস তাসের ঘরের মতো ধসে পড়ে। একটা সময়ে নিউজিল্যান্ডের চার উইকেটে স্কোর বোর্ডে ১৯৭ রান করেছিল। এরপরে তারা ২৫৯ রানে অলআউট হয়ে যায়।
ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্রন অশ্বিন একসঙ্গে নিউজিল্যান্ডের ১০টি উইকেট শিকার করেন। এই ম্যাচে ওয়াশিংটন সুন্দর ৫৯ রানে সাত উইকেট এবং রবিচন্দ্রন অশ্বিন ৬৪ রানে তিন উইকেট শিকার করেন। ভারতের জার্সি গায়ে যে কোনও ফর্ম্যাটে এটাই ওয়াশিংটন সুন্দরের প্রথম পাঁচ উইকেট। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে কখনও পাঁচ উইকেট পাননি ওয়াশিংটন সুন্দর।
শুধু তাই নয়, ৫১ বছরে দ্বিতীয়বার প্রথম দিনেই ভারতের হয়ে স্পিন বোলাররা ১০টি উইকেট নিলেন। এই বছরের শুরুর দিকে রবীন্দ্র জাদেজা, অশ্বিন এবং কুলদীপ যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় টেস্ট ম্যাচে এমনটি করেছিলেন। সেই ম্যাচে কুলদীপ পাঁচ উইকেট, অশ্বিন চার এবং জাদেজা একটি উইকেট নিয়েছিলেন।
ওয়াশিংটন ২৩.১ ওভারে চারটি মেডেন বোলিং করে ৫৯ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন। এটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলারের চতুর্থ সেরা রান। মজার ব্যাপার হল ওয়াশিংটনই এই তালিকায় একমাত্র খেলোয়াড় যিনি তামিলনাড়ু থেকে আসেননি।
সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনকেই ক্লিন বোল্ড করেছেন ওয়াশিংটন সুন্দর। রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, টিম সাউদি, আজাজ প্যাটেল এবং মিচেল স্যান্টনারকে ক্লিন বোল্ড করেছেন সুন্দর। পঞ্চম ভারতীয় বোলার হিসেবে এমনটা করলেন তিনি। তার আগে, জসুভাই প্যাটেল ১৯৫৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাপু নাদকার্নি, ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনিল কুম্বলে এবং ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবীন্দ্র জাদেজা এমনটা করেছিলেন।