Saturday, December 7, 2024
বাড়িখেলাদক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে সাত উইকেটে হারল বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে সাত উইকেটে হারল বাংলাদেশ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর:  মেহেদি হাসান মিরাজের লড়াই কাজে লাগল না। শতরান পেলেন না। হেরে গেল বাংলাদেশও। ঢাকার মিরপুরে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে সাত উইকেটে হারল বাংলাদেশ। প্রথম বার এশিয়ার মাটিতে পাঁচ উইকেট পেলেন কাগিসো রাবাডা। ১০ বছর পর এশিয়ায় কোনও টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ দিন শুরু করেছিলেন ২৮৩/৭ স্কোরে। বাকি তিনটি উইকেটে তারা মাত্র ২৪ রান যোগ করে। প্রথম ওভারেই নাইম হোসেনকে আউট করে পাঁচ উইকেট পূরণ করেন রাবাডা। উল্টো দিকে একাই লড়াই করছিলেন মেহেদি। শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এই অবস্থায় নবম উইকেট হারায় বাংলাদেশ। উইয়ান মুলডারের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দেন তাইজুল ইসলাম। এর পর মেহেদি নিজেই আউট হন ৯৭ রানে।

দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ছিল ১০৬। আবহাওয়ার কথা মাথায় রেখে তারা দ্রুত রান তাড়া করা শুরু করে। দ্বিতীয় ওভারে তাইজুলকে দু’টি চার মারে আইডেন মার্করাম। এক দিকে হাসান মাহমুদ কম রান দিলেও তাইজুল রান খরচ করতে থাকেন।

ওপেনিং জুটিতে ৪২ ওঠার পর তাইজুল ফেরান মার্করামকে। তবে আর এক ওপেনার টনি ডি জর্জি এবং ট্রিস্টান স্টাবস জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দক্ষিণ আফ্রিকাকে। ৪১ রানে তাইজুলের বলে ফেরেন ডি জর্জি। অল্প রানে ফেরেন ডেভিড বেডিংহ্যামও। তবে স্টাবস (অপরাজিত ৩০) এবং রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য