স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ অক্টোবর: ফুটবল পঞ্জিকা নিয়ে খেলোয়াড় থেকে শুরু করে কোচরা অভিযোগ তুলছিলেন কয়েক বছর ধরেই। বর্ধিত চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের সঙ্গে ঠাসা সূচি নিয়ে গত কিছু দিন ধরে ফের উদ্বেগ প্রকাশ করছেন খেলোয়াড়রা। গত মাসে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি একরকম হুমকি দিয়েই বলেন, পরিস্থিতির উন্নতি না হলে ধর্মঘটে যাওয়ার খুব কাছাকাছি আছেন তারা।এই মন্তব্য করার কিছু দিন পরেই মৌসুম শেষ হয়ে যাওয়ার মতো এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোট পান রদ্রি। তার চোটে ফের আলোচনায় আসে ফুটবল মৌসুমে ব্যস্ত সূচির প্রসঙ্গ। এই ব্যাপারে সাংবাদিকদের কাছে নিজের অবস্থান পরিষ্কার করলেন ২৫ বছর বয়সী কোনাতে।
“যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে এবং খেলোয়াড়রা শোরগোল তৈরির সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সবাই একত্রে তাতে থাকব।”“আমাদের সমাধানের দিকে নিয়ে যাবে কাল যদি এমন কোনো আন্দোলন শুরু হয়, আমি এতে অংশ নেব। আর আমার ধারণা সব খেলোয়াড়ই এতে থাকবে।”ইউরোপের তিনটি ক্লাব প্রতিযোগিতায় দল বাড়িয়ে ৩৬-এ নেওয়া হয়েছে। গত জুলাইয়ে ফুটবল খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো বলেছিল, ফিফার আন্তর্জাতিক ম্যাচের পঞ্জিকার বিরুদ্ধে তারা ইউরোপীয় ইউনিয়নে অভিযোগ দায়ের করবে।
ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের টানা খেলার মধ্যেই থাকতে হয়। তারা সতেজতা ফিরে পাওয়ার জন্য গড়ে সবচেয়ে কম মাত্র ৬৭.৩ ঘণ্টা সময় পান। কোনাতে মনে করেন, এদিকটায় মনোযোগ দেওয়া ভীষণ জরুরি।“এটা এমন একটা ব্যাপার যা উপেক্ষা করা উচিত নয়। আপনারা শুনবেন, কিছু ক্লাব চায় তাদের খেলোয়াড় (আন্তর্জাতিক ম্যাচের জন্য জাতীয় দলে না যাক) কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে, এখানে অনেক বেশি ম্যাচ খেলতে হয়।”“খেলোয়াড়রা ক্লাব থেকে বেতন পায়, যদিও জাতীয় দলও একই সমান গুরুত্বপূর্ণ।”নেশন্স লিগের ম্যাচে আগামী বৃহস্পতিবার ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। চার দিন পর বেলজিয়ামের বিপক্ষে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।