Thursday, March 20, 2025
বাড়িখেলা২২ বছরের পথচলার ইতি টানলেন ইনিয়েস্তা

২২ বছরের পথচলার ইতি টানলেন ইনিয়েস্তা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ অক্টোবর: ৪০ বছর বয়সী ইনিয়েস্তা সোমবার সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় ২২ বছরের পেশাদার ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।জাপানের ক্লাব ভিসেল কোবে ছেড়ে গত বছরের অগাস্টে এক বছরের চুক্তিতে এমিরেটসে যোগ দিয়েছিলেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল তার। তবে ক্যারিয়ার আর দীর্ঘায়িত করলেন না।১২ বছর বয়সে ১৯৯৬ সালে বার্সেলোনার একাডেমিতে যোগ দেন ইনিয়েস্তা। কাতালান ক্লাবটির ‘বি’ দলের হয়ে ৫৪ ম্যাচ খেলার পর ২০০২ সালে অভিষেক হয় মূল দলে। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে তার সোনালি সময়টা কাটে কাম্প নউয়েই। বার্সেলোনা মূল দলে দেড় দশকের বেশি সময়ে পাশে পান লিওনেল মেসি, শাভি এর্নান্দেস, কার্লোস পুয়োল, জেরার্দ পিকে ও সের্হিও বুসকেতসের মতো ফুটবলারদের। নিজ নিজ পজিশনে যারা তাদের প্রজন্মের সেরাদের একজন।দুর্দান্ত সেই সব খেলোয়াড়দের নিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল বার্সেলোনা। দুই হাত ভরে আসে সাফল্য। এক দশকের মধ্যে চারবার জেতে চ্যাম্পিয়ন্স লিগ। এই সময়ে ৭টি লা লিগাসহ ঘরে তোলে অনেক শিরোপা।

বার্সেলোনা মূল দলের হয়ে ইনিয়েস্তা খেলেন মোট ৬৭৪ ম্যাচ। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৯টি লা লিগা, ৬টি কোপা দেল রেসহ ৩২টি শিরোপা জেতেন তিনি।২০১৮ সালে প্রিয় সেই ঠিকানা ছেড়ে যোগ দেন ভিসেল কোবেতে। ক্লাবটিতে কাটান পাঁচ বছর, ২০২৩ সালে জেতেন জেওয়ান লিগ শিরোপা। এরপর এমিরেটসে তিনি খেললেন এক মৌসুম।জাতীয় দল স্পেনের হয়ে ইনিয়েস্তা খেলেন ১৩১ ম্যাচ। ২০০৮ ও ২০১২ সালে দলটির টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি রাখেন বড় অবদান। এর মাঝে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১০ সালে, ফাইনালে তার একমাত্র গোলেই নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পায় স্পেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য