স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ অক্টোবর: গত ফেব্রুয়ারিতে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নিয়ন্ত্রণ নেন ধনকুবের র্যাটক্লিফ। জুলাইয়ে টেন হাগের সঙ্গে চুক্তির এক বছর মেয়াদ বাড়ানোর শর্তটি কার্যকর করে ক্লাব কর্তৃপক্ষ। তবে মৌসুমের শুরুটা বাজে হওয়ায় র্যাটক্লিফ মনে করেন, ঐতিহ্যবাহী দলটিকে অবশ্যই এখন ‘সবকিছু বিবেচনায় নিয়ে বুদ্ধিদ্বীপ্ত সিদ্ধান্ত’ নিতে হবে।চলতি মৌসুমে ইউনাইটেড নিজেদের মেলে ধরতে না পারায় প্রশ্নের মুখে পড়েন র্যাটক্লিফও। তার কাছে জানতে চাওয়া হয়, কোচের ওপর এখনও তার আস্থা আছে কিনা। বিবিসি স্পোর্টকে র্যাটক্লিফ বলেন, “আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই না।”১৯৬৪ সালের পর শুক্রবার প্রথম বৃটিশ সেইলিং দল হিসেবে আমেরিকাস কাপ ফাইনালে ওঠে ইনিয়স ব্রিটানিয়া, উপলক্ষটি উপভোগ করার পর গণমাধ্যমের সঙ্গে টেন হাগ ইস্যুতে কথা বলেন র্যাটক্লিফ। আগের দিন রাতে ইউরোপা লিগে পোর্তোর সঙ্গে ৩-৩ ড্র করে তার দল ইউনাইটেড।
এই মৌসুমে শুরুর ১০ ম্যাচের মধ্যে মাত্র তিনটি জিতেছে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়হীন আছে টেন হাগের দল। আগামী রোববার তারা ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার।এমন বিবর্ণ পারফরম্যান্সের কারণে টেন হাগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। র্যাটক্লিফ অবশ্য সবকিছু ছেড়ে দিচ্ছেন ক্লাব পরিচালনা করা বোর্ডের ওপর।“আমি এরিককে পছন্দ করি। আমি মনে করি, তিনি খুবই ভালো একজন কোচ, কিন্তু দিন শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মানুষটি আমি নই। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার, যারা ম্যানচেস্টার ইউনাইটেড পরিচালনা করছে। তারাই সিদ্ধান্ত নেবে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে ক্লাবকে সেরা উপায়ে চালানো করা যায়।”
“তবে, যারা ম্যানচেস্টার ইউনাইটেড পরিচালনা করছে, তারা মাত্র জুন বা জুলাই থেকে একসঙ্গে কাজ করছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলে তারা ছিল না- (সিইও) ওমার (বেররাদা), (স্পোর্টিং ডিরেক্টর) ড্যান অ্যাশওয়ার্থ-তারা জুলাইয়ে এসেছে। তারা মাত্র কয়েক সপ্তাহ কাজ করেছে, তারা অনেকদিন এই দায়িত্বে নেই। তো, তাদের সবকিছু পর্যালোচনা করতে হবে এবং কিছু বুদ্ধিদ্বীপ্ত সিদ্ধান্ত নিতে হবে।”যেকোনো মূল্যে ইউনাইটেডের সোনালি সময় ফেরানোই যে মূল লক্ষ্য, সেটাও পরিষ্কার করে বলেছেন র্যাটক্লিফ।
“আমাদের লক্ষ্য খুবই পরিষ্কার- ম্যানচেস্টার ইউনাইটেডের যেখানে থাকা উচিত, আমরা ঠিক সেখানেই ক্লাবকে ফেরাতে চাই। অবশ্যই সেটা এখনও হয়নি- বিষয়টি খুবই পরিষ্কার।”ওল্ড ট্র্যাফোর্ডে দুই বছরে দুটি শিরোপা জিতেছেন টেন হাগ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে চরম বাজে পারফরম্যান্সের পর, নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপ ফাইনালে পাওয়া ২-১ গোলের জয় এই ডাচ কোচের চাকরি টিকে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।কিন্তু সাম্প্রতিক সময়ে তার ভবিষ্যৎ ফের নড়বড়ে হয়ে উঠছে। কেননা, লিগ টেবিলে তারা আছে ১৩তম স্থানে। আর ইউরোপিয়ান প্রতিযোগিতায় দুই ম্যাচ খেলে এখনও জয়হীন ইউনাইটেড।