স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ অক্টোবর: ইউরোপ সেরার প্রতিযোগিতায় গত বুধবার লিলের বিপক্ষে ১-০ গোলে হারে রেয়াল। ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, কিলিয়ান এমবাপেদের মতো তারকায় ভরা দল নিয়েও ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে হজম করা গোল পরিশোধ করতে পারেনি তারা।যেকোনো প্রতিযোগিতা মিলিয়েই প্রথমবার লিলের মুখোমুখি হয়েছিল রেয়াল। আর প্রথম দেখায়ই তাদেরকে স্তব্ধ করে দিয়ে স্মরণীয় জয় তুলে নেয় ফরাসি ক্লাবটি। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রায়ও ছেদ পড়ে রেয়ালের।২০২৩ সালের মে মাসের পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের তেতো স্বাদ পাওয়া রেয়ালের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন আনচেলত্তি খোদ নিজেই। ম্যাচ শেষে স্বীকার করে নেন নিজেদের দায়।
লা লিগার ম্যাচে শনিবার ভিয়ারেয়ালের মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বললেন, লিল ম্যাচের হারকে সুযোগ হিসেবে দেখছেন তারা।“আমরা যদি ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি তাহলে এই পরাজয় হতে পারে দারুণ সুযোগ। দল হারতে চায়নি। আমরা সর্বোচ্চটা দিয়েছি। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করেছি। প্রতিক্রিয়া ছিল ভালো। আমরা সঠিক পথেই আছি। আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”
লা লিগায় এখনও অপরাজিত আছে রেয়াল। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। অপরাজেয় থাকার এই ধারা ধরে সামনে রাখতে চান আনচেলত্তি।“আমি এটার (সমালোচনা) সঙ্গে বেশ অভ্যস্ত। আমি মোটেও চিন্তিত নই। আমার একমাত্র ভাবনা হচ্ছে, আমাদের আরও ভালো খেলতে হবে। আমাদের কিছুটা তীব্রতার অভাব রয়েছে, এটায় আমরা একমত। বল আমাদের ফরোয়ার্ডদের কাছে আরও দ্রুত যেতে হবে।”“লা লিগায় এখনও আমরা অপরাজিত এবং আমাদের এটা ধরে রাখতে হবে। এই মুহূর্তে আমরা মনঃক্ষুণ্ণ, তবে আমরা শিগগিরই সমাধান খুঁজে পাব।”