Saturday, January 25, 2025
বাড়িখেলাবাছাইয়ের ম্যাচের আগে গনসালেসকে হারাল আর্জেন্টিনা

বাছাইয়ের ম্যাচের আগে গনসালেসকে হারাল আর্জেন্টিনা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ অক্টোবর: ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য গত বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। এর কয়েক ঘণ্টার মধ্যেই চোট পান ইউভেন্তুসের গনসালেস।ওইদিনই চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ইউভেন্তুসের ৩-২ গোলে জেতা ম্যাচের ১০ মিনিটের মধ্যে পায়ে অস্বস্তি বোধ করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। মাঠে কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পরই তাকে তুলে নেন কোচ। পরদিন ক্লাবের দেওয়া বিবৃতিতে তার ডান পায়ের ঊরুতে চোটের বিষয়টি নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি।ধারণা করা হচ্ছে, গনসালেসের পুরোপুরি সেরে উঠতে এক মাসের মতো সময় লাগবে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে লিখেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিকোলাসের বদলি খেলোয়াড়ের নাম জানাবেন আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ী কোচ স্কালোনি।আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। ১৫ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য