স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ অক্টোবর: তাঞ্জানিয়ায় শীর্ষস্থানীয় তিন পত্রিকার অনলাইন সংস্করণ নিষিদ্ধ করা হয়েছে।দেশের প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে চিত্রিত করে অ্যানিমেটেড বিজ্ঞাপন প্রকাশ এবং সাম্প্রতিক নানা অপহরণ ও ভিন্নমতাবলম্বী হত্যার ঘটনা সামনে নিয়ে আসার প্রেক্ষপটে নিউজ সাইটগুলো নিষিদ্ধ করেছে তাঞ্জানিয়া কমিউনিকেশনস রেগুলেটরি অথোরিটি (টিসিআরএ)।এই তিনটি নিউজ সাইট হচ্ছে- দ্য সিটিজেন, মাওয়ানানচি এবং মাওয়ানাসপতি। বুধবার এক বিবৃতিতে টিসিআরএ বলেছে, তারা ৩০ দিনের জন্য মাওয়ানানচি কমিউনিকেশনস এর লাইসেন্স স্থগিত করেছে। মাওয়ানানচি থেকেই দ্য সিটিজেন এবং অন্য পত্রিকা প্রকাশিত হয়।
অ্যানিমেটেড ক্লিপটি ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। ক্লিপটি তখনই সরিয়ে ফেলা হয়েছে।এই অ্যানিমেডেট অডিও-ভিজুয়াল ক্লিপটি ছিল মাত্র এক মিনিটের কিছু বেশি সময়ের। ‘দ্য সিটিজেন’ এটি স্যোশাল মিডিয়ায় প্রকাশ করেছিল। সামনে নিয়ে এসেছিল দেশে অপহরণ এবং গুম বেড়ে যাওয়ার ঘটনা।টিসিআরএ বলছে, অ্যানিমেটেড ক্লিপে যা দেখানো হয়েছে তা আক্রমণাত্মক। সেটি “তাঞ্জানিয়ার জাতীয় ঐক্য ও সামজিক শান্তির জন্য ক্ষতিকারক এবং হুমকিস্বরূপ ছিল।”মানবাধিকার গোষ্ঠীগুলো তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সরকারের বিরুদ্ধে আসছে সাধারণ নির্বাচনের আগে দিয়ে ভিন্নমতাবলম্বীদের টুঁটি চেপে ধরা এবং বিরোধীদের হামলার নিশানা করার অভিযোগ করেছে।
তিন নিউজ ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞার ফলে তিনটি পত্রিকার স্যোশাল মিডিয়া, ইউটিউব প্ল্যাটফর্মেও কার্যক্রম বিঘ্নিত হবে। এ সবই পরিচালনা করে মাওয়ানানচি কমিউনিকেশনস লিমিটিড।দ্য সিটিজেনের প্রকাশ করা যে অ্যানিমেটেড ক্লিপ ভাইরাল হয়েছিল সেটি দেশের অনলাইন কমিউনিকেশন আইনের লঙ্ঘন ছিল বলে ভাষ্য কর্তৃপক্ষের। অ্যানিমেশনটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়।ওই ক্লিপে এক নারী চরিত্রের কার্টুন দেখানো হয়, যেটি দেখতে ছিল হুবহু প্রেসিডেন্ট সামিয়ার মতো। মাথায়ও ছিল একইরকম হিজাব।সেই কার্টুন চরিত্রকে এক টিভি স্টেশন থেকে আরেক টিভি চ্যানেলে যেতে দেখা যায় এবং প্রতিটি চ্যানেলেই লোকজনকে তাদের প্রিয়জন হারানো বা গুম হওয়ার অভিযোগ করতে দেখা যায়। সবশেষে দেখা যায়, এতসব অভিযোগ শুনে সেই নারী কার্টুন যেন বিমর্ষ হয়ে পড়েছে।