স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ অক্টোবর: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মঙ্গলবার আর্সেনালের মাঠে ২-০ গোলে হেরে যায় পিএসজি। প্রথমার্ধেই গোল দুটি করেন কাই হাভার্টজ ও বুকায়ো সাকা।ফর্মে থাকা উসমান দেম্বেলেকে এই ম্যাচে শৃঙ্খলাজনিত কারণে রাখেননি কোচ এনরিকে। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি পিএসজি। দুই দফায় বল পোস্টে লাগায় তারা। তবে সত্যি বলতে, ৬৫ শতাংশ সময় বল দখলে রাখলেও খুব দাপুটে বা বিপজ্জনক হতে পারেনি তারা। তাদেরকে দমিয়ে রাখতে খুব একটা বেগ পেতে হয়নি আর্সেনালকে।
ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা সবটুকুই মনে নিলেন এনরিকে।“এই ধরনের ম্যাচে যে ধরনের মান দরকার, আজকে আমরা তা থেকে অনেক দূরে ছিলাম। চাপ তৈরি করার ক্ষেত্রে, তাড়নায়, তীব্রতায় অনেক এগিয়ে ছিল আর্সেনাল।“বলের লড়াইয়ে প্রায় প্রতিটিই জিতেছে তারা। মাঠে বলের লড়াইয়ে প্রতিটিতেই না পারলে ইতিবাচক কোনো ফল বের করা কঠিন। আমাদের আক্রমণের সবগুলোই অনুমান করে নিতে পেরেছেন ওদের ডিফেন্ডাররা, কিন্তু আমাদের ডিফেন্ডাররা ধরতে পারেনি ওদের আক্রমণ। আর্সেনাল সব দিক থেকেই শ্রেষ্ঠ ছিল এ দিন।”
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সেমি-ফাইনালে উঠেছিল পিএসজি। কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে হারলেও পরের লেগে তারা বিধ্বস্ত করেছিল বার্সেলোনাকে। দুটি গোল করেছিলেন কিলিয়ান এমবাপে। পিএসজির ইতিহাসের সফলতম স্কোরার এখন চলে গেছেন রেয়াল মাদ্রিদে। দলের আক্রমণের ধার তাই স্বাভাবিকভাবেই কমে গেছে।ফরাসি লিগে যদিও এখনও শীর্ষে আছে তারা। চ্যাম্পিয়ন্স লিগেও এবার শুরুটা করেছিল জিরোনার বিপক্ষে জয় দিয়ে। তবে দল গুছিয়ে নিতে এবং ইউরোপে বড় শক্তি হয়ে উঠতে আরও সময় প্রয়োজন বলে মনে করেন কোচ এনরিকে। সেই সময়ের সীমানা তার জানা নেই।
“এখনই আমার দলের উপযুক্ত মূল্যায়ন করতে পারব না। মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নতুন মৌসুমে আজকেই প্রথমবার বড় কোনো প্রতিপক্ষের সঙ্গে আমরা খেললাম, যারা উঁচু পর্যায়ের। প্রথম মিনিট থেকেই আমরা জানতাম, তারা আমাদেরকে চেপে ধরবে। আগ্রাসীভাবেই তারা সেটা করেছে এবং আমরা সেই চাপের সঙ্গে মানিয়ে নিতে পারিনি।”“মিকেল (আর্তেতা, আর্সেনাল কোচ) দায়িত্বে আছে প্রায় পাঁচ বছর ধরে। আমি প্যারিসে আছি মাত্র এক বছর দুই মাস ধরে। এখনও জানি না, আমরা ঠিক কোন অবস্থানে আছি। আমার পরিষ্কার ধারণা আছে, কোথায় আমরা থাকতে চাই বা যেতে চাই। তবে সেখানে যেতে কত সময় লাগবে, তা আমার জানা নেই।”