স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ অক্টোবর: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার হাভার্টজের গোল ২০তম মিনিটে এগিয়ে দেয় আর্সেনালকে। পরে বুকায়ো সাকার গোলে নিজেদের মাঠে দারুণ এক জয় পায় আর্তেতার দল।প্রথম গোলটি ছাড়াও দারুণ খেলে ম্যাচ সেরার স্বীকৃতি পান হাভার্টজ।চেলসি থেকে মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে গত বছর আর্সেনালে আসার পর অনেকটা সময় নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। নতুন ক্লাবের হয়ে প্রথম গোলের দেখা পেতে ১০ ম্যাচ লেগে যায় তার। এরপরও যেন মানিয়ে নিতে ধুঁকছিলেন।সেই সময়টায় শক্তভাবেই হাভার্টজের পাশে থেকেছেন আর্তেতা। সব সমালোচনার জবাবে বারবার আস্থা রাখার প্রত্যয় জানিয়েছেন কোচ।সেই হাভার্টজ নতুন মৌসুমে পাঁচ গোল করে ফেললেন। দলে তার ইতিবাচক প্রভাবও স্পষ্ট। ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে আর্তেতার ভালো লাগাও তাই প্রবল।
“সে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখাচ্ছে। তার ফুটবল মস্তিষ্ক, যেভাবে সে জায়গা বের করে নেয়, তাই সময়জ্ঞান, যেভাবে সবাইকে একসঙ্গে জুড়ে নেয়, সবকিছুই দারুণ।”“তার ‘ওয়ার্ক এথিক’ অবিশ্বাস্য এবং এখন যে বক্সের আশেপাশে প্রতিপক্ষের জন্য প্রবল হুমকি। এই মুহূর্তে সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন।”এই ম্যাচে ২-০ গোলে পরাজয়ের পর পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, সবদিক থেকেই শ্রেয়তর দল ছিল আর্সেনাল। দলের পারফরম্যান্সে তৃপ্তি খুঁজে পাচ্ছেন আর্সেনাল কোচও“পারফরম্যান্স নিয়ে আমি সত্যিই খুব খুশি। আমরা এমন একটি দলের বিপক্ষে খেলেছি, যাদের মানসিকতা দারুণ, পায়ে বল রাখতে না পারলে যাদেরকে সামলানো খুব কঠিন। প্রথমার্ধে আমরা দাপুট দেখিয়েছি এবং অনেক সুযোগ তৈরি করেছি।”“দ্বিতীয়ার্ধ ছিল অন্যরকম। যতটা উচিত ছিল না, তার চেয়ে বেশি ভোগান্তি হয়েছে আমাদের। চ্যাম্পিয়ন্স লিগ এভাবেই বিভিন্নরকম চ্যালেঞ্জ বয়ে আনে। আমার মনে হয়, আমরা তা দারুণভাবে সামলেছি।”
আতালান্তার বিপক্ষে ড্র দিয়ে শুরুর পর এবার জয় পেল আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে সামনে কীভাবে কেমন হবে, এসব নিয়ে ভাবনা কথা বাররবার বলছেন অনেক দলের কোচ। তবে আর্তেতা এখনই এই ভাবনায় ডুব দিতে চান না।“আমি তো এমনকি পয়েন্ট টেবিলের দিকে তাকাচ্ছিও না। তবে আমার মনে হয়, লম্বা একটি ভ্রমণ হবে এবারের আসর।”