Tuesday, October 8, 2024
বাড়িখেলাঅবসর নিয়েও ফিরে আসা স্টোকসদের নিয়ে খুশি নন রোহিত !

অবসর নিয়েও ফিরে আসা স্টোকসদের নিয়ে খুশি নন রোহিত !

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৮  সেপ্টেম্বর :  টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অবসর নিয়েছেন রোহিত শর্মা। জানিয়ে দিয়েছেন তিনি আর দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন না। কিন্তু এখন বহু ক্রিকেটার অবসর নেওয়ার পরেও ফিরে আসেন। বেন স্টোকস যেমন এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন ২০২৩ সালে। তা নিয়ে একেবারেই খুশি নন রোহিত।

বৃহস্পতিবার থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট। তার আগে এক সাক্ষাৎকারে রোহিত বলেন, “ক্রিকেটে অবসর নেওয়া এখন মশকরা হয়ে গিয়েছে। লোকে অবসর ঘোষণা করার পরেও ফিরে আসে। ভারতে এমনটা হয়নি। কিন্তু অন্য দেশে দেখেছি অবসর নেওয়ার পরেও ফিরে এসে খেলছে। তাই বোঝা যায় না আদৌ কেউ অবসর নিয়েছে কি না।”

২০২২ সালে এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্টোকস। কিন্তু ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের আগে অবসর ভেঙে দলে ফেরেন তিনি। বিশ্বকাপেও খেলেন। ইংরেজ স্পিনার মইন আলি ২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু তিনি ২০২৩ সালে আবার টেস্টে ফিরে আসেন। এ ছাড়াও শাহিদ আফ্রিদি, তামিম ইকবাল, কেভিন পিটারসেন, কার্ল হুপারের মতো ক্রিকেটারেরা অবসর নেওয়ার পরেও ক্রিকেটে ফিরেছিলেন।

রোহিত কি নিজের মত পরিবর্তন করবেন? আগামী দিনে কি তিনি ভারতের হয়ে আবার টি-টোয়েন্টি খেলবেন? রোহিত বলেন, “আমার সিদ্ধান্ত চূড়ান্ত। খুব পরিষ্কার সিদ্ধান্ত। এটাই অবসর নেওয়ার সেরা সময়। আমি টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে ভালবাসি। ভারতের হয়ে এক দিনের ক্রিকেট খেলার পর সোজাসুজি ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলাম। সে বার জিতেছিলাম। আবার এই বছর জিতেছি। তাই এটাই সেরা সময় ছিল অবসর নেওয়ার।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় খেলেছিল ভারত। এ বার ঘরের মাঠে টেস্ট খেলতে নামছেন রোহিতেরা। বৃহস্পতিবার রোহিত পুরো শক্তি নিয়েই মাঠে নামবেন। দলে ফেরানো হয়েছে বিরাট কোহলি, যশপ্রীত বুমরাদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য