Thursday, November 14, 2024
বাড়িখেলা৯ উইকেট সচিন-পুত্রের, দলকে ইনিংসে জেতালেন অর্জুন

৯ উইকেট সচিন-পুত্রের, দলকে ইনিংসে জেতালেন অর্জুন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৭  সেপ্টেম্বর :   বল হাতে সাফল্য সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনের। গোয়ার হয়ে কেএসসিএ ইনভিটেশনল প্রতিযোগিতায় খেলছিলেন তিনি। কর্নাটকের বিরুদ্ধে ৯ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন বাঁহাতি অর্জুন। ইনিংস এবং ১৮৯ রানে জিতল গোয়া।

কর্নাটকে বেশির ভাগ অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারেরা ছিলেন। সিনিয়র দল থেকে শুধু নিকিন জোস এবং উইকেটরক্ষক শরত শ্রীনিবাস ছিলেন। অর্জুন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন। প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন সচিন-পুত্র। ১০৩ রানে শেষ হয়ে গিয়েছিল কর্নাটক। গোয়া ৪১৩ রান করে। শতরান করেন অভিনব তেজরানা। মন্থন খুতকর করেন ৬৯ রান। দ্বিতীয় ইনিংসে কর্নাটকের ইনিংস শেষ হয়ে যায় ১২১ রানে। সেই ইনিংসে ৪৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন বাঁহাতি অর্জুন। তাঁর দাপটেই গোয়া ইনিংস এবং ১৮৯ রানে ম্যাচ জিতে নেয়।

আগামী সপ্তাহে ২৫ বছর বয়স হবে অলরাউন্ডার অর্জুনের। এখনও পর্যন্ত বিভিন্ন সিনিয়র দলের হয়ে মোট ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৬৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন তিনি। শুরুতে মুম্বইয়ের হয়ে খেললেও পরে গোয়ায় চলে যান অর্জুন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন তিনটি উইকেট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য