Saturday, January 18, 2025
বাড়িখেলানিউ জিল্যান্ড দলে ওরামের নতুন অধ্যায়

নিউ জিল্যান্ড দলে ওরামের নতুন অধ্যায়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ আগস্ট: দীর্ঘদিনের সফল বোলিং কোচ শেন জার্গেনসেন গত বছরের ওয়ানডে বিশ্বকাপ দিয়ে দায়িত্ব ছাড়ার পর স্থায়ী বোলিং কোচ ছিল না নিউ জিল্যান্ডের। গত বছর বাংলাদেশে টেস্ট সফরে, পরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং কোচ হিসেবে কাজ করেন ওরাম। নিজেকে প্রমাণ করেই এবার দীর্ঘ মেয়াদে দায়িত্বটি পেলেন তিনি।এমন এক সময়ে ওরাম দায়িত্বটি পেলেন, যখন নিউ জিল্যান্ডের পেস বোলিং একটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। বোর্ডের চুক্তিতে না থাকায় ট্রেন্ট বোল্ট এখন আর দলে নিয়মিত নন। টিম সাউদিও ক্যারিয়ারের শেষ দিকে আছেন। বেন সিয়ার্স, উইল ও’রোক ও আরও কয়েকজন সম্ভাবনাময় পেসার উঠে আসছেন।

তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন ৪৬ বছর বয়সী সাবেক অলরাউন্ডার।“ব্ল্যাকক্যাপদের সঙ্গে আবারও সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। এই দলে থাকতে পারা আমার জন্য অনেক বড় কিছু এবং এই সম্মান আমার জীবনের বড় একটি অধ্যায়।”“ব্ল্যাকক্যাপদের বোলিং রসদে নতুন প্রতিভার ঢেউ চোখে পড়ছে। আশা করব, আমার ক্রিকেট বোধ ও অভিজ্ঞতা দিয়ে আমি ওদেরকে সহায়তা করতে পারব আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জের জন্য তৈরি হতে।”

২০০১ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৩ টেস্ট, ১৬০ ওয়ানডে ও ৩৬ টি-টোয়েন্টি খেলেছেন ওরাম। এখন সময় তিনি ছিলেন ওয়ানডে দলের অপরিহার্য অংশ। খেলা ছাড়ার পর কোচিংয়ে নাম লেখান দীর্ঘদেহী এই ক্রিকেটার। ২০১৪ সালে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বোলিং কোচ ছিলেন তিনি। ২০১৮ সালে দায়িত্ব নেন নিউ জিল্যান্ডের নারী দলের বোলিং কোচের।

ঘরোয়া টি-টোয়েন্টি আসর সুপার স্ম্যাশে সেন্ট্রাল হাইন্ডসের প্রধান কোচ ছিলেন তিনি। তার কোচিংয়ে গত আসরের ফাইনালে খেলে দল। আবু ধাবি টি-টেন লিগেও কোচিং করিয়েছেন ওরাম। এসএ টোয়েন্টিতে তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স কেপ টাউনের বোলিং কোচ।আগামী অক্টোবরে নিউ জিল্যান্ডের ভারত সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার দায়িত্ব।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য