Monday, March 17, 2025
বাড়িখেলাএই ম্যাচও জিততে পারল না শ্রীলঙ্কা!

এই ম্যাচও জিততে পারল না শ্রীলঙ্কা!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩১ জুলাই: তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মঙ্গলবার ভারতের ১৩৭ রানের জবাবে ১ উইকেটে ১১০ রানের শক্ত অবস্থানে ছিল শ্রীলঙ্কা। সেখান থেকে ৮ উইকেটে ১৩৭ রানে থামে তারা।সুপার ওভারে চার বলের মধ্যে নির্ধারিত দুই উইকেট হারিয়ে লঙ্কানরা করতে পারে মাত্র ২ রান! অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের বাউন্ডারিতে ভারত জিতে যায় প্রথম বলেই।সুরিয়াকুমারের অধিনায়কত্বের ও গৌতাম গাম্ভিরের কোচিংয়ের প্রথম সিরিজটি ভারত জিতল ৩-০ ব্যবধানে।

পাল্লেকেলেতে মূল ম্যাচে ৬ উইকেট হাতে নিয়ে শেষ ২ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ৯ রান। এই সংস্করণে প্রথমবারের মতো বল হাতে নিয়ে এই দুই ওভারে দুটি করে উইকেট নিয়ে ম্যাচ সুপার ওভারে টেনে নেন রিঙ্কু সিং ও সুরিয়াকুমার।ভারতের নায়ক অবশ্য ওয়াশিংটন সুন্দার। আট নম্বরে নেমে ১৮ বলে ২৫ রানের মহাগুরুত্বপূর্ণ ইনিংসের পর হাত ঘুরিয়ে ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। পরে সুপার ওভারেও দুটি উইকেট নিয়ে পার্থক্য গড়ে দেন তিনিই।শেষটা রঙিন হলেও ভারতের জন্য ম্যাচের শুরুটা ছিল বিভীষিকাময়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে এদিন নির্ধারিত সময়ের ৭০ মিনিট পর হয় টস। হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, আর্শদিপ সিং ও রিশাভ পান্তকে এই ম্যাচে বিশ্রাম দেয় ভারত।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সফরকারীরা। পাওয়ার প্লের মধ্যে ইয়াশাসভি জয়সওয়াল, স্যাঞ্জু স্যামসন, রিঙ্কু ও সুরিয়াকুমারকে হারায় তারা। বেশিক্ষণ টিকতে পারেননি শিভাম দুবেও। নবম ওভারে ৪৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে দল।সেখান থেকে দলকে টানেন শুবমান গিল ও রিয়ান পারাগ। ষষ্ঠ উইকেটে ৪০ বলে ৫৪ রানের ইনিংস সেরা জুটি গড়েন দুজন। একই ওভারে গিল (৩৭ বলে ৩৯) ও পারাগকে (১৮ বলে ২৬) বিদায় করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর ওয়াশিংটনের ২ চার ও এক ছক্কায় গড়া ২৫ রানের ইনিংসে ১৩৭ পর্যন্ত যেতে পারে ভারত।২৮ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সফলতম বোলার অফ স্পিনার মাহিশ থিকশানা। লেগ স্পিনার হাসারাঙ্গার প্রাপ্তি ২৯ রানে ২টি। অভিষিক্ত পেসার চামিন্দু উইক্রামাসিংহে ১৭ রানে নেন একটি উইকেট।

লক্ষ্য তাড়ায় ৫৩ বলে ৫৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দেন পাথুম নিসাঙ্কা ও কুসাল মেন্ডিস। ২৭ বলে ২৬ রান করা নিসাঙ্কাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন লেগ স্পিনার রাভি বিষ্ণই।এরপর মেন্ডিস ও কুসাল পেরেরার পঞ্চাশোর্ধ জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। শেষ ৩০ বলে দরকার ছিল ৩০ রান।ষোড়শ ওভারে মেন্ডিসের বিদায়ে (৪১ বলে ৪৩) শ্রীলঙ্কার ধসের শুরু। পরের ওভারে টানা দুই বলে হাসারাঙ্গা ও চারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে দেন ওয়াশিংটন। অষ্টাদশ ওভারে এলোমেলো বোলিংয়ে ১২ রান খরচ করে ফেলেন খালিল আহমেদ।১২ বলে দরকার যখন ৯, রিঙ্কুর হাতে বল তুলে দেন সুরিয়াকুমার। অফ স্পিনে মাত্র ৩ রান দিয়ে পেরেরা (৩৪ বলে ৪৬) ও রামেশ মেন্ডিসকে ফিরিয়ে দেন রিঙ্কু।

শেষ ওভারে দরকার পড়ে ৬ রান। মন্থর ওভার রেটের কারণে পাঁচ জনের জায়গায় কেবল চার জন ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পারে ভারত। প্রথম বলে কোনো রান না দেওয়া সুরিয়াকুমার পরের দুই বলে বিদায় করেন কামিন্দু মেন্ডিস ও থিকশানাকে। হ্যাটট্রিক বল ঠেকিয়ে এক রান নেন আসিথা ফার্নান্দো। শেষ দুই বলে দুটি করে রান নিয়ে ম্যাচ সুপার ওভারে নিতে পারেন অভিষিক্ত উইক্রামাসিংহে।সেখানে ওয়াশিংটন পরপর দুই বলে ফিরিয়ে দেন পেরেরা ও নিসাঙ্কাকে। শ্রীলঙ্কা তাই ন্যূনতম লড়াইও করতে পারেনি।এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৩৭/৯ (জয়সওয়াল ১০, গিল ৩৯, স্যামসন ০, রিঙ্কু ১, সুরিয়াকুমার ৮, দুবে ১৩, পারাগ ২৬, ওয়াশিংটন ২৫, বিষ্ণই ৮*, সিরাজ ০*; উইক্রামাসিংহে ৪-০-১৭-১, থিকশানা ৪-০-২৮-৩, আসিথা ২-০-১১-১, রামেশ মেন্ডিস ৩-০-২৬-১, হাসারাঙ্গা ৪-০-২৯-২, কামিন্দু মেন্ডিস ৩-০-২৪-০)

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩৭/৮ (নিসাঙ্কা ২৬, কুসাল মেন্ডিস ৪৩, পেরেরা ৪৬, হাসারাঙ্গা ৩, আসালাঙ্কা ০, রামেশ মেন্ডিস ১, কামিন্দু মেন্ডিস ১, উইক্রামাসিংহে ৪*, থিকশানা ০, আসিথা ১*; খালিল ৩-০-২৮-০, সিরাজ ৩-০-১১-০, ওয়াশিংটন ৪-০-২৩-২, বিষ্ণই ৪-০-৩৮-২, পারাগ ৪-০-২৭-০, রিঙ্কু ১-০-৩-২, সুরিয়াকুমার ১-০-৫-২)

ফল: ম্যাচ টাই ও সুপার ওভারে জয়ী ভারত

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০তে জয়ী ভারত

ম্যান অব দা ম্যাচ: ওয়াশিংটন সুন্দার

ম্যান অব দা সিরিজ: সুরিয়াকুমার ইয়াদাভ

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য