Monday, March 24, 2025
বাড়িখেলাবিতর্ক সরিয়ে কুস্তিতে পদক জিততে মরিয়া ভিনেশ ফোগাট

বিতর্ক সরিয়ে কুস্তিতে পদক জিততে মরিয়া ভিনেশ ফোগাট

স্যন্দন ডিজিটেল ডেস্ক,   ২২ জুলাই ২০২৪  :-   সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। যে কারণে দীর্ঘদিন প্রস্তুতি নিতে পারেননি ভিনেশ ফোগাট । যদিও প্যারিস অলিম্পিকে দাপটের সঙ্গে ছাড়পত্র অর্জন করে নিয়েছিলেন ভিনেশ

আগের দুটি অলিম্পিক একেবারেই ভালো কাটেনি। রিও এবং টোকিও, দুটি অলিম্পিকে আশা জাগিয়ে শুরু করেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। যদিও এবার ৫৩ কেজি বিভাগ নয়, ২৯ বছর বয়সি কুস্তিগির প্যারিসে লড়বেন ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে।

তাঁর যোগ্যতা অর্জন পর্বে নামা নিয়েও একাধিক বিতর্ক হয়েছিল। যদিও সব বাধা উড়িয়ে প্যারিসে দেশের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেয়েছিলেন ভিনেশ। এশীয় অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বে তিনি মাত্র সোয়া চার মিনিটে হারিয়েছিলেন প্রতিপক্ষ লরা কানিগাজিকে।

অলিম্পিকে পদক জেতা না হলেও, তাঁর ঝুলিতে রয়েছে কমনওয়েলথ থেকে এশিয়ান গেমসের সাফল্য। কমনওয়েলথ গেমসে পর পর তিনবার সোনা জিতেছেন ভিনেশ। ২০১৮-য় এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবার ব্রোঞ্জ পেয়েছেন। কিন্তু এখনও অলিম্পিকের পদক ছুঁয়ে দেখা হয়নি ভিনেশের। এবার কি সেই স্বপ্নপূরণ হবে? সেই আশায় বুক বাঁধছে দেশবাসী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য