Friday, January 24, 2025
বাড়িখেলাফের্নান্দেসের জোড়া গোলে জয়ে ফিরল পর্তুগাল

ফের্নান্দেসের জোড়া গোলে জয়ে ফিরল পর্তুগাল

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ জুন: লিসবনে মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচটি ফের্নান্দেসের জোড়া গোলে ৪-২ ব্যবধানে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। তাদের অন্য দুই গোলদাতা রুবেন দিয়াস ও দিয়োগো জটা।ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে খেলোয়াড়দের বাড়তি একটু বিশ্রাম দিতে এবং অন্যদের ঝালিয়ে নিতে নিয়মিত শুরুর একাদশে অনেক পরিবর্তন আনেন পর্তুগাল কোচ।দলের সবচেয়ে বড় তারকা এবং আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো স্কোয়াডেই ছিলেন না। মাঝমাঠের বড় দুই ভরসা ব্রুনো ফের্নান্দেস ও বের্নার্দো সিলভা, আক্রমণের জোয়াও ফেলিক্স ও গনসালো রামোসদের বেঞ্চে রেখে একাদশ সাজান মার্তিনেস। এজন্য জয় পেতে অবশ্য ভুগতে হয়নি ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের।

বল দখলে শুরু থেকে আধিপত্য করে পর্তুগাল, একই সঙ্গে আক্রমণেও। গোল পেতেও দেরি হয়নি তাদের। সপ্তদশ মিনিটে হেডে দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। আর বিরতির ঠিক আগে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান লিভারপুল ফরোয়ার্ড জটা।দ্বিতীয়ার্ধের শুরুতেই রামোস, ফের্নান্দেস, ডিফেন্ডার দিয়োগো দালোতদের মাঠে নামান কোচ। মাঠে নামার ১০ মিনিটের মধ্যে চমৎকার এক গোলে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফের্নান্দেস। ফ্রান্সিসকো কনসেইকাওয়ের কাটব্যাক পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।পর্তুগিজদের একচেটিয়া আধিপত্যের মাঝে কিছুক্ষণের জন্য হলেও হঠাৎই নাটকীয়তা জাগে। পাঁচ মিনিটের ব্যবধানে গোলের জন্য দুটি শট নিয়ে দুটিতেই সফল হয় ফিনল্যান্ড। ৭২ ও ৭৭তম মিনিটে গোল দুটি করেন ফরোয়ার্ড তেমু পুক্কি।দলকে বেশিক্ষণ অবশ্য দুর্ভাবনায় রাখেননি ফের্নান্দেস। ৮৪তম মিনিটে তার দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় পর্তুগালের।

বাকি সময়ে উল্লেখযোগ্য আর কিছুই করতে পারেনি ফিনল্যান্ড। পুরো ম্যাচে গোলের উদ্দেশ্যে আর কোনো শটই নিতে পারেনি এবারের ইউরোর টিকেট না পাওয়া দলটি। বিপরীতে ৭০ শতাংশের বেশি সময় পজেশন রেখে ২৪ শট নেয় পর্তুগাল, যার ৯টি থাকে লক্ষ্যে।ইউরোর বাছাইপর্বে পর্তুগালের পারফরম্যান্স ছিল দুর্দান্ত; ১০ ম্যাচের সবগুলোই জিতেছিল তারা। গোল করেছিল ৩৬টি, হজম করেছিল মাত্র দুটি। বাছাই শেষেও দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিল তারা।তবে, সবশেষ ম্যাচে স্লোভেনিয়ার মাঠে গিয়ে পথ হারিয়ে ফেলে পর্তুগাল। গত মার্চের ওই প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরে বসে দলটি। জয়ে ফেরার মধ্য দিয়ে ইউরো শুরুর আগে দারুণ কিছুর আভাস দিয়ে রাখল মার্তিনেসের দল।ইউরোর মূল পর্বে নামার আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল। আগামী শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ের চার দিন পর রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হবে রোনালদো-ফের্নান্দেসরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য