Tuesday, February 11, 2025
বাড়িখেলাভারতকে পার্কে অনুশীলন করতে হচ্ছে বলে অদ্ভুত লাগছে দ্রাবিড়ের

ভারতকে পার্কে অনুশীলন করতে হচ্ছে বলে অদ্ভুত লাগছে দ্রাবিড়ের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৪ জুন: সবকিছু কি ঠিক আছে? এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হয়ে গেছে, এর মধ্যে দুটি হয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ এতটুকু এগোনোর পর প্রশ্নটা কেউ করতেই পারেন, বিশেষ করে টি-টোয়েন্টি তথা ক্রিকেটের কোনো বিশ্বকাপের নতুন আয়োজক যুক্তরাষ্ট্রকে নিয়ে।এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথমেই যেটা পাওয়া যাচ্ছে, তা নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ড্রপ ইন পিচ নিয়ে সমালোচনা। গতকাল এখানেই হয়েছে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। যে ম্যাচে শ্রীলঙ্কা ১৯.১ ওভারে ৭৭ রান করে অলআউট হয়েছে। ৬ উইকেটের জয় পেতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে ১৬.২ ওভার পর্যন্ত।এই ম্যাচ শেষে শ্রীলঙ্কা দল আবার অভিযোগ করেছে সূচি আর লজিস্টিক্যাল অব্যবস্থাপনা নিয়ে। বিষয়টি নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগও করেছে দলটি। এসব আলেচনা-সমালোচনার মধ্যেই আবার ভারতের কোচ রাহুল দ্রাবিড় প্রশ্ন তুলেছেন অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে।

বড় কোনো টুর্নামেন্ট, সেটা যদি হয় বিশ্বকাপ, তাহলে অবশ্যই দলগুলোর অনুশীলনের জন্য আলাদা কোনো মাঠ বা ইনডোরের ব্যবস্থা থাকা উচিত। কিন্তু নিউইয়র্কে ভারত দলকে অনুশীলন করতে হচ্ছে পাবলিক পার্কে।  নিউইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন করতে হওয়া নিয়ে বিশ্বকাপের পরই ভারতের কোচের দায়িত্ব ছাড়তে যাওয়া দ্রাবিড় বিস্ময় প্রকাশ করেছেন এভাবে, ‘নিশ্চিত করেই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে। কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত।’ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামীকাল, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে ৮টায় ম্যাচটি হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য