Monday, March 24, 2025
বাড়িখেলাফাইনাল নিয়ে আনচেলত্তি বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর ম্যাচ’

ফাইনাল নিয়ে আনচেলত্তি বললেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর ম্যাচ’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১ জুন: লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ইউরোপের সফলতম দল রেয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।খেলোয়াড় হিসেবে এসি মিলানের হয়ে দুবার চ্যাম্পিয়ন্স লিগ (তখন নাম ছিল ইউরোপিয়ান কাপ) জয়ের স্বাদ পেয়েছেন আনচেলত্তি। দলটির কোচ হিসেবেও এই সাফল্য দুই দফায় পেয়েছেন তিনি। আরেকবার ফাইনালে হেরে যায় তার দল।রেয়ালের কোচ হিসেবে এটি আনচেলত্তির তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। আগের দুবারই পেয়েছেন ট্রফি জয়ের স্বাদ।

সংবাদ সম্মেলনে শুক্রবার ৬৪ বছর বয়সী আনচেলত্তি বললেন, ফাইনালে ভয় থাকলেও জিততে পারলে আনন্দও দ্বিগুণ হয়।“ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর ম্যাচ। যতটা পারা যায় আমাদের উপভোগ করতে হবে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির খুব কাছাকাছি আছি, আর তা হলো চ্যাম্পিয়ন্স লিগ জয়।”“অবশ্যই ভয়ের ব্যাপার আছে। ফাইনালে পৌঁছলে সাফল্য এতটাই কাছাকাছি থাকে যে, চিন্তা শুরু হয়ে যায়। উদ্বেগ শুরু হয়, এটাই স্বাভাবিক। যদি ভয় থাকে, শেষ পর্যন্ত জিততে পারলে আরও বেশি ভালো লাগে।”

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের শিরোপা জয়ী দল রেয়াল। তাদের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার শিরোপা জিততে পেরেছে এসি মিলান।আরেকটি ট্রফি জয়ের আকাঙ্ক্ষা অবশ্যই আছে রেয়ালের। তবে এ নিয়ে তারা আচ্ছন্ন নন, বললেন আনচেলত্তি।“চ্যাম্পিয়ন্স লিগ আচ্ছন্ন থাকার বিষয় নয়। আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা করা, সেরাটা দেওয়া, যেমনটা আমরা এই মৌসুমে করেছি। চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল যাই হোক না কেন, আমার মনে হয় আমি এখনই বলতে পারি যে এই দলের মৌসুম খুবই সফল হয়েছে।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য