Saturday, July 27, 2024
বাড়িখেলাকোপা আমেরিকায় প্রথমবার নারী রেফারি

কোপা আমেরিকায় প্রথমবার নারী রেফারি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ মে: যুক্তরাষ্ট্রে আগামী ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে এবারের কোপা আমেরিকা। টুর্নামেন্টটির জন্য শুক্রবার নারী-পুরুষ মিলিয়ে মোট ১০১ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যেখানে ৮ জন আছেন নারী অফিসিয়াল।আসছে এই টুর্নামেন্টে নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলেন এদিনা আলভেস ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের মারিয়া ভিক্টোরিয়া পেনসো। আর পাঁচজন নারী পালন করবেন সহকারী রেফারির দায়িত্ব। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবেও একজন নারীকে রেখেছে তারা।ফিফা আয়োজিত পুরুষদের টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে আলভেসের। ২০২১ সালের ক্লাব বিশ্বকাপে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করার কীর্তি গড়েছিলেন তিনি। ক্লাব বিশ্বকাপের ২০২৩ আসরে দুটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন পেনসো।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য