স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৯ মে ; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের লড়াইয়ে পাঞ্জাব কিংসকে চার উইকেটে হারিয়ে দিয়ে নকআউট পর্বে খেলার দাবি উজ্জ্বল রাখল সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঞ্জাব কিংসের পাঁচ উইকেটে ২১৪ রানের জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ৬ উইকেট হারিয়ে ২১৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, ১৯.১ ওভারে। ২৮ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংসটি উপহার দিয়ে ম্যাচের সেরা হন অভিষেক শর্মা।
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংস টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে দুই ওপেনার অথর্ব টাইড ও প্রভসিমরণ সিং ধুয়াধার ব্যাটিং উপহার দেন। ওপেনিং জুটিতে ৫৫ বলে যোগ করেন ৯৭ রান। ২৭ বলে দুটি ছয় ও পাঁচটি চারের সাহায্যে ৪৬ রানের ইনিংসটি খেলেন অথর্ব টাইড। ৯৭ রানে ওপেনিং জুটি ভাঙার পর প্রভসিমরণ সিং এবং রিলে রুসো দ্বিতীয় উইকেটে দলের স্কোরকে নিয়ে যায় ১৫১ রানে। প্রভসিমরণ সিং বাউন্ডারি ও সাতটি বাউন্ডারি সাহায্যে ৭১ রানের ঝড়ো ইনিংসটি খেলেন। শশাঙ্ক সিং(২) বিশেষ একটা সুবিধা করে উঠতে পারেননি। দলের ১৭৪ রানের তৃতীয় উইকেটের পতনের পর দলের ১৮১ রানে রিলে রুসো শিকার হন কামিংস এর। ২৪ বলে চারটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারি সাহায্যে ৪৯ রানের উপহার দেন বিস্ফোরক ইনিংসটি উপহার দেন রুসো। শেষ সময়ে জিতেশ শর্মা ১৫ বলে দুটি ছয় ও দুটি চারের সাহায্যে ৩২ রানে অপরাজিত থেকে পাঞ্জাবের স্কোরকে নিয়ে দাঁড় করান ৫ উইকেটে ২১৪ রানে।
সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে নটরাজন দুটি এবং একটি করে উইকেট নেন পেট কামিন্স এবং বিজয় কণথ।
জবাবে ২১৫ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে খেলতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ শুরুতেই হারায় ওপেনার ট্রেভিস হেডকে(০)। এইরকম পরিস্থিতিতে ওপেনার অভিষেক শর্মা দ্বিতীয় উইকেটে দলের স্কোরকে ৭২ রান পর্যন্ত নিয়ে যান রাহুল ত্রিপাঠিকে সঙ্গে নিয়ে। ১৮ বলে দুটি ছয় ও চারটি চারের সাহায্যে ৩৩ রান যোগ করেন রাহুল। এরপর অভিষেক শর্মা তৃতীয় উইকেটে দলের স্কোরকে ১২৯ রান পর্যন্ত নিয়ে যান নীতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে। অভিষেক ২৮ বলে ছয়টি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৬ রানের বিস্ফোরক ইনিংসটি খেলেন। দলের ১২৯ রানে তৃতীয় উইকেটের পতনের পর নীতিশ কুমার রেড্ডি চতুর্থ উইকেটে দলের স্কোরকে ১৭৬ রান পর্যন্ত নিয়ে যান হেনরিচ ক্লাসেনের সঙ্গে জুটি বেঁধে। ২৫ বলে তিনটি ছয় ও একটি চারের সাহায্যে ৩৭ রানের ইনিংসটি উপহার দেন নীতিশ কুমার রেড্ডি। হেনরিচ ক্লাসেনের ৪২ রানের ঝড়ো ইনিংসটি আসে ২৬ বলে। সাহায্য নেন দুটি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারির। দলের ২০৮ রানে হেনরিচ ক্লাসেন প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর আব্দুল সামাদ ৮ বলে একটি ছয়ের সাহায্যে ১১ রান করে তসানভির সিংকে(৬) সঙ্গে নিয়ে হায়দ্রাবাদ কে জয় এনে দেন। ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। পাঞ্জাবের পক্ষে দুটি করে উইকেট নেন অর্শদ্বীপ সিং এবং হার্ষেল প্যাটেল। একটি করে উইকেট নেন শশাঙ্ক সিং এবং হরপ্রিত ব্রার