স্যন্দন ডিজিটাল ডেস্ক। ২০ মে || কিছুদিন আগেই বোমা মেরে আহমেদাবাদ বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সেই বিমানবন্দর থেকেই ৪ আইএসআইএস জঙ্গিকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ। লোকসভা নির্বাচনের মাঝেই গুজরাটের মাটিতে ৪ জঙ্গির গ্রেপ্তারির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সন্দেহভাজন ওই ৪ জঙ্গি শ্রীলঙ্কার বাসিন্দা।