Saturday, March 15, 2025
বাড়িখেলাআগামী সপ্তাহে আইপিএলের ১০টি দলের কর্তাদের বৈঠকে ডেকেছে বোর্ড

আগামী সপ্তাহে আইপিএলের ১০টি দলের কর্তাদের বৈঠকে ডেকেছে বোর্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১০ এপ্রিল : আগামী সপ্তাহে আইপিএলের ১০টি দলের কর্তাদের বৈঠকে ডেকেছে বোর্ড। সেই বৈঠকে ঝড় উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আইপিএল মহা নিলামে ক্রিকেটার ধরে রাখার পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার সম্ভাবনা। বেশ কিছু দল মালিকের মধ্যে তর্কবিতর্ক হলে অবাক হওয়ার কিছু নেই।
কী নিয়ে হবে ঝগড়া?

জানা গিয়েছে, মহা নিলামে বেশি সংখ্যক ক্রিকেটার ধরে রাখার পক্ষে মত দিয়েছে সংখ্যাগরিষ্ঠ দল। তারা বোর্ডকে চাপ দিচ্ছে নতুন নিয়ম আনার জন্য। মুখে অবশ্য বলা হয়েছে, এটি নেহাতই প্রস্তাব। জানা গিয়েছে, বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজ়‌ি চাইছে অন্তত আট জন ক্রিকেটারকে ধরে রাখতে। গত বারের নিলামে চার জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছিল। পাশাপাশি এক জনকে ‘রাইট টু ম্যাচ’ কার্ড ব্যবহার করে আবার কেনা যেত। ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক দু’জন বিদেশি রাখা যেত।


বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজ়ি চাইছে দল গঠনের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা রাখতে। অর্থাৎ, দলের যে সব ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া ভাল এবং একসঙ্গে খেলে সাফল্য পেয়েছেন, তাঁদের ধরে রাখতে। বার বার দল ভেঙে যাওয়ার সেটা সম্ভব হচ্ছে না বলেই মত দিয়েছেন তাঁরা। তবে বিরোধিতাও রয়েছে। তাদের দাবি, নামী ক্রিকেটারেরা বছর বছর একই দলে খেলে গেলে বাকি দলগুলির জনপ্রিয়তা বাড়বে কী করে?

সম্প্রতি দিল্লি ক্যাপিটালস সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। ২০২০ সালের ফাইনালিস্টরা গত দু’বছর ভাল খেলতেই পারেনি। এ বারও লিগ তালিকায় সবার শেষে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য