ক্রীড়া প্রতিনিধি।আগরতলা। ৩ এপ্রিল :জাত চেনালেন থেকে যান। বাটিং করার সুযোগ
আমাধানে। এই ব্যাটসম্যানের হাত ধরেই অনায়াসেই মৌচাক ক্লাবের বিরুদ্ধে জয় করলো কসমোপলিটন ক্লাব। ঘরোয়া টি-২০ ক্রিকেটে নরসিংগড় টিআইটি মাঠে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন জন্মলাভ করে ৬ উইকেটে। মৌচাকের গড়া ১৭ রানের জবাবে কসমোপলিটিন ৪১ বল বাকি থাকতে ও উইকেট হারিয়ে ভাগ্নের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুভন ৬৪ রানে অপরাজি
শেখে কসমোপলিটনের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে মাত্র ১৭ রান করতে সক্ষম হয় মৌচাক ক্লাব। প্রীতম দাস ৩৭ বল খেলে ১টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, দেবাংশু দত্ত ৪৬ বল খেলে ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং বিশাল যোগার ৭ বল খেলে ২টি ওভার বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৬ রান করেন। কসমোপলিটনের সৌরভ কর ১২
রানে এবং চন্দন রায় ৮ রানে ২টি করে উইকেট কসমোপলিটন ১০.১ ওভারে উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। শুজন ৩১ বল খেলে ৬টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রানে এবং বিক্রম দেবনাথ ১০ বল খেলে ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান। অতিরিক্ত পায় ১৩ রান। মৌচাকের রাখল মুদ্রাসিং ২৫ রানে ২টি উইকেট পান।
শ্রুজনের ঝড়ো ব্যাটিংয়ে কসমোপলিটন জয়ী |
সম্পরকিত প্রবন্ধ