Sunday, March 16, 2025
বাড়িখেলাহার্দিককে একহাত নিলেন প্রাক্তন মুম্বই তারকা প্রবীণ কুমার

হার্দিককে একহাত নিলেন প্রাক্তন মুম্বই তারকা প্রবীণ কুমার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মার্চ : আসন্ন আইপিএল নিয়ে উৎসাহের পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিং থেকে ঋষভ পন্থের কামব্যাক, নানা চমকের জন্য প্রস্তুত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। তবে যেদিকে সকলের নজর, তা হল পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার জুতোয় পা গলিয়ে হার্দিক পাণ্ডিয়া কী করেন! কিন্তু জাতীয় দলে কিংবা ঘরোয়া ক্রিকেটে না খেলে সরাসরি আইপিএলে নামায় হার্দিককে একহাত নিলেন প্রাক্তন মুম্বই তারকা প্রবীণ কুমার।

নাটকীয় ভাবে গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়ে মুম্বইয়ে নাম লিখিয়েছিলেন হার্দিক । আবার ক্রিকেট মহলকে কার্যত চমকে দিয়ে পুরনো দলের নেতাও হয়ে যান তিনি। কিন্তু রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রবীণ কুমার। তাঁর মতে, আরও ৩-৪ বছর দলকে নেতৃত্ব দিতেই পারতেন হিটম্যান। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে প্রবীণের একটি ভিডিও ইন্টারভিউ। সেখানেই হার্দিক নিয়ে বিস্ফোরক প্রাক্তন পেসার।


তিনি প্রশ্ন তোলেন, “মুম্বই কি তড়িঘড়ি সিদ্ধান্তটা নিয়ে ফেলল? হার্দিক পাণ্ডিয়াকে ক্যাপ্টেন করাটা কি ঠিক হল?” এর পরই যোগ করেন, “আইপিএলের দুমাস আগেও সে চোটের জন্য খেলতে পারেনি। সে জাতীয় দলের হয়ে খেলেনি। ঘরোয়া ক্রিকেট খেলেনি। আর সোজা আইপিএলে খেলতে চলে এল। এভাবে হয় না। টাকা রোজগার করতে সবাই চায়। ওকেও কেউ আটকাচ্ছে না। কিন্তু দেশের হয়ে কিংবা রাজ্য়ের দলের হয়েও তো খেলা উচিত! কিন্তু মানুষ শুধুই এখন আইপিএলকে গুরুত্ব দিচ্ছে।”


প্রবীণ কুমার মনে করেন, ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচ আর আইপিএলের মধ্য়ে ব্যালেন্স রেখে খেলা প্রয়োজন। কিন্তু হার্দিক চোটের কারণে বাইরে থাকার পর সরাসরি আইপিএলে যোগ দেওয়ায় সেই ভারসাম্যতা হারিয়েছে। এমনটাই দাবি প্রবীণের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য