Monday, March 17, 2025
বাড়িখেলাভারতের বি-টিমের কাছে ইংল্যান্ডকে হারতে দেখে মজা লাগছে বললেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক...

ভারতের বি-টিমের কাছে ইংল্যান্ডকে হারতে দেখে মজা লাগছে বললেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেন ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ মার্চ : ভারতের বি-টিমের কাছে ইংল্যান্ডকে হারতে দেখে মজা লাগছে। পাঁচ ম্যাচের সিরিজে বেন স্টোকসদের বিপর্যয় দেখে এই কথাই বললেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেন। তবে ইংল্যান্ডের বাজবল তাঁর বেশ পছন্দ হয়েছে।

বল বিকৃতি কাণ্ডে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের নির্বাসনের পরে অজি ক্রিকেটের কঠিন সময়ে অধিনায়ক হয়েছিলেন পেন । কিন্তু ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ হারে তাঁর নেতৃত্বাধীন অজিরা। ২০২০-২১ সালে সেই সিরিজের প্রথম ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। শেষ ম্যাচে খেলতে পারেননি উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহর মতো তারকারা। তা সত্ত্বেও অজি দুর্গ গাব্বায় টেস্ট জিতে সিরিজ নিজেরদের পকেটে পুরে ফেলে ভারতের তরুণ তারকারা।

তখনই কথা উঠেছিল, ভারতের বি-টিমের কাছে হেরেছে পেনের অস্ট্রেলিয়া। তিন বছর পরে ফের ভারতীয় বি-টিমের দাপট দেখে অবশ্য খুশিই হচ্ছেন সেদিনের পরাজিত অধিনায়ক। ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হারের যন্ত্রণা ঠিক কতখানি ভয়ংকর, সেটা পেন ভালো মতোই জানেন। তাই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে সেই যন্ত্রণা পেতে দেখে বেশ উৎফুল্ল প্রাক্তন অজি অধিনায়ক। তবে ইংল্যান্ডের আগ্রাসী বাজবলের হয়েই সওয়াল করেছেন তিনি।

ঠিক কী বলছেন টিম পেন? তাঁর কথায়, “ভারতের বি-টিমের কাছে হারতে কেমন লাগে সেটা আমি ভালো করে জানি। দুর্ভাগ্যবশত, আমাদের ঘরের মাঠেই হারতে হয়েছিল। কিন্তু এখন ইংল্যান্ড সিরিজে খেলতে পারছেন না ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের কাছে সেটা বিরাট সুবিধা ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি বেন স্টোকসের দল। ওদের হারতে দেখে বেশ মজা লাগছে।” প্রসঙ্গত, গোটা সিরিজ থেকেই সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। চোটের জন্য ছিটকে গিয়েছেন কে এল রাহুল। পাওয়া যায়নি জশপ্রীত বুমরাহকেও। তা সত্ত্বেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ভারত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য