Friday, January 24, 2025
বাড়িখেলাঅনুশীলনে বল লেগে মাথা ফাটল মুস্তাফিজুর রহমানের।

অনুশীলনে বল লেগে মাথা ফাটল মুস্তাফিজুর রহমানের।

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৮ ফেব্রুয়ারি  অনুশীলনে বল লেগে মাথা ফাটল বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের। মাঠ থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের হাসপাতালে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজ়ি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে আহত হয়েছেন তিনি।

রবিবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন মুস্তাফিজুর। নেটে বোলিং করছিলেন অভিজ্ঞ বোলার। ব্যাট করছিলেন ম্যাথু ফোর্ড। তাঁর মারা একটি শট সরাসরি গিয়ে লাগে মুস্তাফিজুরের মাথায়। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়েন তিনি। ছুটে যান দলের অন্য অধিনায়ক লিটন দাস-সহ দলের অন্য ক্রিকেটারেরাও। যান সাপোর্ট স্টাফেরাও। দেখা যায় রক্তে ভেসে যাচ্ছে মুস্তাফিজুরের মাথা। মাঠে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বড় কোনও বিপদ নেই বলে জানানো হয়েছে। মাথার ভিতরের অংশে কোনও রকম আঘাত লাগেনি তাঁর। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিটি স্ক্যান করানো হয়েছে মুস্তাফিজুরের। সমাজমাধ্যমে মুস্তাফিজুরের আহত হওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

এ বারের বিপিএলে এখনও পর্যন্ত ন’টি ম্যাচ খেলে সাতটিতে জয় পেয়েছে কুমিল্লা। তবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়নি। আর ২ পয়েন্ট পেলেই শেষ চারে জায়গা পাকা হয়ে যাবে তাদের। সোমবার বিপিএলের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা। প্রতিযোগিতার এই গুরুত্বপূর্ণ সময়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের দুই অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য