Wednesday, January 22, 2025
বাড়িখেলানিজের পায়ে নিজে কুড়ুল মারা। ইংল্যান্ডের  বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টকে এক কথায়...

নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ইংল্যান্ডের  বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টকে এক কথায় এভাবেই বোঝানো যেতে পারে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা।  ২৮ জানুয়ারি : 

 নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ইংল্যান্ডের  বিরুদ্ধে ভারতের প্রথম টেস্টকে এক কথায় এভাবেই বোঝানো যেতে পারে। প্রতিপক্ষকে ঘূর্ণির জালে ফাঁসিয়ে জিততে চেয়েছিল রোহিত ব্রিগেড। কিন্তু ভারতীয় ব্যাটাররা নিজেরাই স্পিনের গোলকধাঁধায় দিশেহারা হয়ে গেলেন। প্রথম ইনিংসে লিড পেয়েও সেটা কাজে লাগাতে পারল না টিম ইন্ডিয়া। একাই ৭ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে জেতালেন টম হার্টলি। পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেল স্টোকস ব্রিগেড।

টসে জিতে ব্যাট করে আড়াইশোরও কমে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে ১৯০ রানের লিড এনে দেন রবীন্দ্র জাদেজা-কে এল রাহুলরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে একেবারে ক্রিজ কামড়ে পড়ে থাকেন ইংরেজ ব্যাটাররা। আগ্রাসী বাজবলের একেবারে বিপরীত স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে টেস্ট জয়ের রণনীতি নেয় স্টোকস বাহিনী। একাই ১৯৬ রান করেন অলি পোপ। তাঁর দুরন্ত ইনিংসে ভর করে ৪২০তে গিয়ে থামে ইংল্যান্ড।

জয়ের জন্য মাত্র ২৩১ রান দরকার ছিল ভারতের। ক্রিকেটপ্রেমীদের অনেকেই ভেবেছিলেন, ভারতের জয় স্রেফ সময়ের অপেক্ষা। প্রথম ইনিংসে রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল যেরকম মারকুটে মেজাজে রান তুলেছিলেন, সেরকমটা আবার হলে রবিবারই ম্যাচ গুটিয়ে ফেলবে ভারত- এই আশাতেই বুক বেঁধেছিলেন সকলে। কিন্তু বাস্তবটা হল একেবারে অন্যরকম। টম হার্টলি, জো রুট আর জ্যাক লিচের স্পিনের জাদুর কাছে আত্মসমর্পণ করলেন শুভমান গিলরা।

আগ্রাসী ভঙ্গিতেই ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার। কিন্তু ইংল্যান্ড স্পিন আক্রমণ শুরু করতেই একেবারে পালটে গেল ছবিটা। পরপর উইকেট হারাতে থাকে ভার‍ত। প্রথম ইনিংসের সফল ব্যাটাররাও কেউ এদিন টিকতে পারেননি। শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন আর কে এস ভরত চেষ্টা করলেও লাভ হয়নি। মাত্র দুই সেশনের মধ্যে অলআউট টিম ইন্ডিয়া। জীবনে প্রথমবার ভারত সফরে এসেই নজর কাড়লেন বাঁহাতি স্পিনার টম হার্টলি। মাত্র ৬২ রানে তুলে নিলেন সাত উইকেট। গোটা ম্যাচে তুলে নিয়েছেন ৯টি উইকেট।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য