Friday, February 7, 2025
বাড়িখেলাকোহলি না থাকায় আশার আলো দেখছে ইংল্যান্ড !

কোহলি না থাকায় আশার আলো দেখছে ইংল্যান্ড !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ জানুয়ারি : প্রথম দুটো টেস্ট ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি । বিরাট সরে দাঁড়ানোয় ইংল্যান্ডেরই সুবিধা হবে বলে মনে করছেন প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। লন্ডনের গমণাধ্যমে নাসের হুসেন বলেছেন, ”বিরাটের জন্য শুভেচ্ছা রইল। হ্যারি ব্রুকের মতোই ব্যক্তিগত কারণে ও সরে এসেছে। কিছু জিনিস ক্রিকেটের থেকেও গুরুত্বপূর্ণ। খেলাধুলোর সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা প্রত্যকেই বিরাটের সিদ্ধান্তকে সমর্থন করবেন। তবে এটা ঠিক ভারত ও এই সিরিজ বিরাটের অভাব অনুভব করবে।”


কোহলির মতোই হ্যারি ব্রুকও সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। নাসের হুসেন জানিয়েছেন, কোহলি না থাকায় ইংল্যান্ডের আশা বাড়ছে। নাসের হুসেন বলছেন, ”কোহলি দারুণ ছন্দে ছিল। টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় গোটা ক্রিকেট বিশ্ব এক জিনিয়াসের অভাববোধ করবে। কোহলির মতো প্রতিভাবান ব্যাটার না খেললে যে কোনও দলই তাঁর অভাব বোধ করবে। কোহলি না থাকায় সিরিজের প্রথম দুটো টেস্টে ইংল্যান্ড আশার দেখতে পাচ্ছ। ইংল্যান্ড আন্ডারডগ হিসেবেই শুরু করছে টেস্ট সিরিজ।” কোহলি না থাকায় প্রথম দুটো টেস্ট ম্যাচে ভারত যে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে তা বলাই বাহুল্য।


উল্লেখ্য, দেশের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলাদা করে কথা বলে কোহলি জানিয়েছেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তাঁর কাছে অগ্রাধিকার পায় সবসময়ে। কোহলির অনুপস্থিতিতে বাকিরা নিজেদের সেরাটা যে উজাড় করে দেবেন সে ব্যাপারে নিশ্চিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য