স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ ডিসেম্বর: আগামী শনিবার লিভারপুলের মাঠে খেলবে আর্সেনাল। সবশেষ তারা এখানে লিগ ম্যাচ জিতেছিল ২০১২ সালের সেপ্টেম্বরে, যখন আর্তেতা ছিলেন আর্সেনালের শুরুর একাদশে। বুট জোড়া তুলে রাখার পর গত চার বছর ধরে তিনি ‘গানার’দের ডাগআউটে। কিন্তু অ্যানফিল্ডে আরেকটি জয়ের দেখা আর মেলেনি। এই সময়ে এখানে ১০ ম্যাচের সাতটি জিতেছে লিভারপুল। ড্র হয়েছে বাকি তিনটি।গত এপ্রিলে লিভারপুলের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জয়খরা কাটানোর আশা জাগিয়েছিল আর্সেনাল। তবে ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
এবারের লড়াইয়ের আগে আর্সেনাল অনুপ্রেরণা খুঁজে নিতে পারে অতীত থেকে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগে ১৪ বছরের জয়খরা কাটায় তারা ২০২০ সালে। টটেনহ্যাম হটস্পারের মাঠে ৯ বছর পর লিগ ম্যাচ জেতে এই বছরের শুরুতে।এবার অ্যানফিল্ড চ্যালেঞ্জ জয়ের লক্ষ্য আর্সেনালের। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেটিই বললেন আর্তেতা।”আমরা ওল্ড ট্র্যাফোর্ডে (জিততে) পেরেছি, স্ট্যামফোর্ড ব্রিজে এবং আরও অনেক জায়গায় পেরেছি, যে সব জায়গায় আমরা বছরের পর বছর তা পারিনি।”“এটা পরবর্তী চ্যালেঞ্জ। সেখানে (অ্যানফিল্ড) যেতে হবে এবং জিততে হবে। শীর্ষে থাকতে চাইলে ওই জায়গাগুলোতে যেতে হবে এবং প্রভাববিস্তারী হতে হবে। এটাই করার চেষ্টা করতে যাচ্ছি আমরা।”১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।