Friday, November 22, 2024
বাড়িখেলাতিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি

তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি

দুবাই, ২৪ জানুয়ারি (হি.স.): তিন ফর্ম্যাট মিলিয়ে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন শাহিন আফ্রিদি। জো রুট, কেন উইলিয়ামসনের মত মহাতারকাদের পিছনে ফেলে স্যার গ্যারি সোবার্স ট্রফি জিতলেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন আফ্রিদি। শাহিন এক্ষেত্রে পিছনে ফেলে দেন স্বদেশীয় মহম্মদ রিজওয়ানকেও।

শাহিন আফ্রিদি ২০২১ সালে টেস্ট, ওয়ান ডে ও টি-২০, তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৩৬টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন। ২২.২০ গড়ে তিনি ৭৮টি উইকেট নেন। সেরা বোলিং ৫১ রানে ৬ উইকেট।পুরস্কারের দৌড়ে যাঁদের পিছনে ফেলে দিলেন আফ্রিদি, সেই রুট, উইলিয়ামসন ও রিজওয়ানের পারফর্ম্যান্সও ছিল চমকপ্রদ। তিন ফর্ম্যাট মিলিয়ে ২০২১ সালে মোট ১৮টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে ৫৮.৩৭ গড়ে ১৮৫৫ রান সংগ্রহ করেন রুট। যদিও তাঁর বেশিরভাগ রানই আসে টেস্ট থেকে। সারা বছরে ৬টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন রুট।অন্যদিকে, কেন উইলিয়ামসন ২০২১ সালে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ১৬টি আন্তর্জাতিক ম্যাচে ৪৩.৩১ গড়ে ৬৯৩ রান সংগ্রহ করেন। সেঞ্চুরি করেন ১টি। ক্যাপ্টেন হিসেবে নিউজিল্যান্ডকে টেস্টে চ্যাম্পিয়নশিপের খেতাব এনে দেওয়া ছাড়াও দলকে টি-২০ বিশ্বকাপের ফাইনালে তোলেন তিনি।

এছাড়া মহম্মদ রিজওয়ান ২০২১ সালে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচে ৫৬.৩২ গড়ে ১৯১৫ রান সংগ্রহ করেন। ২টি সেঞ্চুরি করেন তিনি। উইকেটকিপার হিসেবে ৫৬টি শিকার ধরেন পাক তারকা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য