স্যন্দন ডিজিটেল ডেস্ক,৯ আগস্ট: সুরিয়াকুমারের জন্য এরকম শট অবশ্য নতুন কিছু নয়। এমনি এমনি তো আর তাকে এই সময়ের ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যান বলা হয় না! তবে গায়ানায় মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের এই ছক্কাটি তবু বিশেষ কিছু। এই শটেই যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি পূর্ণ হলো তার।ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি একশ ছক্কা মারতে পেরেছেন কেবল আর দুজন। তবে তাদের চেয়ে অনেক কম ইনিংসেই এই মাইলফলকে পৌঁছে গেলেন সুরিয়াকুমার। ১০০ ছক্কা ছুঁতে ৮৪ ইনিংস লেগেছিল রোহিত শর্মার, ৯৬ ইনিংস বিরাট কোহলির। সুরিয়াকুমারের লাগল স্রেফ ৪৯ ইনিংস।বিশ্বরেকর্ডে অবশ্য তার পরও কিছুটা পিছিয়ে সুরিয়াকুমার। ৪২ ইনিংসে ১০০ ছক্কা মেরে রেকর্ডটি ক্যারিবিয়ান ব্যাটসম্যান এভিন লুইসের।
৯৭ ছক্কা নিয়ে এই ম্যাচ শুরু করেছিলেন সুরিয়াকুমার। প্রথম ওভারে অভিষিক্ত ওপেনার যাশাসবি জয়সওয়াল আউট হওয়ার পর ক্রিজে গিয়েই প্রথম বলে চার মারেন তিনি ফ্লিক করে। পরের বলটিই ছক্কায় ওড়ান পুল শটে। পাওয়ার প্লের মধ্যে আরেকটি ছক্কা মারেন তিনি নান্দনিক লফটেড শটে বোলারের মাথার ওপর দিয়ে। পরে একশ ছক্কা ছুঁয়ে আরও একবার হাওয়ায় ভাসিয়ে বল সীমানা ছাড়া করেন তিনি।৪৪ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হন সুরিয়াকুমারই। ১৬০ রান তাড়ায় ভারত জিতে যায় ৭ উইকেটে।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ছক্কা পূর্ণ করা চতুর্দশ ব্যাটসম্যান সুরিয়াকুমার। ১৮২ ছক্কা নিয়ে সবার ওপরে রোহিত শর্মা, ১৭৩ ছক্কা নিয়ে দুইয়ে মার্টিন গাপটিল। আর কোনো ব্যাটসম্যানের নেই ১২৫টির বেশি ছক্কা।১২৫ ছক্কা মেরে ক্যারিয়ার শেষ করেছেন অ্যারন ফিঞ্চ, ১২৪ ছক্কায় ক্রিস গেইল। ১২৩ ছক্কা মেরে তালিকার পাঁচে পল স্টার্লিং।বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ১১৩ ইনিংস খেলে সর্বোচ্চ ৬৪ ছক্কা মাহমুদউল্লাহর। লিটন কুমার দাস ৫০ ছক্কা মেরেছেন ৭২ ইনিংসে, সাকিব আল হাসানের ৫০ ছক্কা এসেছে ১১৬ ইনিংসে।