Wednesday, January 22, 2025
বাড়িখেলাবুমরাহকে না পেলে বিশ্বকাপে ভারতের বিপদ দেখছেন কাইফ

বুমরাহকে না পেলে বিশ্বকাপে ভারতের বিপদ দেখছেন কাইফ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩ আগস্ট: বুমরাহ ছাড়াও চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও রিশাভ পান্ত। ফিট থাকলে তারা সবাই সেরা একাদশে থাকার মতো। চোটের কারণে লম্বা সময় বাইরে থাকার পর বুমরাহ ও ভারতীয় ক্রিকেটের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে এই মাসেই। আগামী ১৮ অগাস্ট থেকে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরছেন এই ফাস্ট বোলার। নিয়মিত ক্রিকেটারদের অনেকের অনুপস্থিতিতে ফেরার সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তিনিই। তবে তার চোটের যা ইতিহাস, তাকে নিয়ে শঙ্কাটা থাকবেই। মাঠে তো ফিরছেন, টানা ফিট থাকতে পারবেন তো? এই প্রশ্নের উত্তরের ওপরই ভারতের বিশ্বকাপ সম্ভাবনা নির্ভর করছে বলে মনে করেন কাইফ। ক্রিকেট প্রশাসক অমৃত মাথুরের বই ‘পিচসাইড-মাই লাইফ ইন ইন্ডিয়ান ক্রিকেট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কাইফ বললেন, বুমরাহর বিকল্প তিনি ভারতীয় ক্রিকেটে দেখেন না। 

“এই মুহূর্তে ভারতকে কাগজে-কলমে শক্তিশালী মনে হচ্ছে না, কারণ তারা বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না। লোকেশ রাহুল নেই, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্তও নেই। তবে সবচেয়ে বড় ব্যাপার এখানে জাসপ্রিত বুমরাহ।” “যদি সে ফিরতে না পারে, ভারতের কাজ তাহলে কঠিন হবে। অনেক বেশি খাটতে হবে তখন। বুমরাহর বিকল্প এখনও আমাদের নেই। বুমরাহ না খেললে আমরা হারতে পারি। সে ফিট না থাকলে বিশ্বকাপের আগে আমাদের বড় সমস্যায় পড়তে হবে।” বুমরাহকে পেলে ভারতীয় দলের চেহারাই বদলে যাবে বলে মনে করেন কাইফ। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবেন ভারতের হয়ে ১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা সাবেক ব্যাটসম্যান। “চোট পাওয়া ক্রিকেটারদের ওপরই অনেকটা নির্ভর করবে (বিশ্বকাপে ভারতের সম্ভাবনা)। বুমরাহ যদি পুরো ফিট হয়ে ফিরতে পারে, আমার মতে সে হবে খুবই গুরুত্বপূর্ণ। এখন সে আয়ারল্যান্ডে যাচ্ছে। তার বোলিং মনোযোগ দিয়ে দেখব। বুমরাহ যদি পুরো ফিট থাকে, তাহলে দেশের মাঠে বিশ্বকাপে ভারত হবে দারুণ শক্তিশালী দল।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য